রাখীর শরীরে টিউমার, যে আশঙ্কা করছেন চিকিৎসকেরা
এবার অসুস্থতার কারণে কারণে চর্চায় রাখী সায়ন্ত। চিকিৎসকেরা তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন।
১৪ মে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে রাখীকে। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী অবস্থায় তাঁর বেশ কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। প্রথমে জানা যায়, হৃৎপিণ্ডের গুরুতর সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এখন তাঁর অসুস্থতার আসল কারণ জানা গেছে।
রাখীর সাবেক স্বামী রিতেশ সিং খোলাসা করেছেন, তাঁর গর্ভাশয়ে টিউমার পাওয়া গেছে। রিতেশ গণমাধ্যমকে আরও জানিয়েছেন, রাখীর ক্যানসার হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
রিতেশ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাথা ও পেটে অসহ্য যন্ত্রণার কারণে রাখীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর বেশ কিছু টেস্ট করা হয়েছে। এখন রিপোর্টের অপেক্ষায় আছেন চিকিৎসকেরা।
রাখীর সাবেক স্বামী বলেছেন, ‘চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু সবার আগে জানা প্রয়োজন যে রাখীর ক্যানসার হয়েছে কি না। তবে রাখীর শারীরিক অবস্থা বেশ খুব ভালো নয়।’ রিতেশ আরও বলেছেন, ‘রাখী নিজের এমন ভাবমূর্তি বানিয়েছে যে মানুষের মনে হয়, সে সব সময়ই মজা করছে। ওকে সবাই “ড্রামা কুইন” বলে ডাকেন। কিন্তু এবার কোনো মজা নয়। ও সত্যি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি।’