‘দুজনেই কান্নায় ভেঙে পড়েছিলাম’
বাইরে তখন ঝমঝম বৃষ্টি। আর মুম্বাইয়ের ইউহি রেস্তোরাঁর আনাচকানাচে বাজছে ‘জমানা লগা’। গত বুধবার রাতে মুক্তি পেয়েছে অনুরাগ বসু পরিচালিত প্রথম গান ‘জমানা লগা’। সংগীত পরিচালক প্রীতমের সুর দেওয়া গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শাশ্বত সিং।
‘মেট্রো ইন দিনো’র গান প্রকাশের আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক অনুরাগ বসু, সংগীত পরিচালক প্রীতম, অভিনয়শিল্পী অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেনশর্মা, আদিত্য রায় কাপুর, আলী ফজল, সারা আলী খান, ফাতিমা সানা শেখ, গায়ক পাপনসহ আরও অনেকে।
২০০৭ সালে অনুরাগ বসু তৈরি করেছিলেন ‘লাইফ ইন আ...মেট্রো’। ১৮ বছর পর প্রেমের আধুনিক সংস্করণ নিয়ে ছবিটির সিকুয়েল আনতে চলেছেন এই বাঙালি পরিচালক। প্রথম সিনেমায় প্রীতমের সুর দেওয়া গানগুলো আজও মানুষের মনে জায়গা করে আছে। সিনেমাটিতে ছিল বাংলাদেশের গায়ক জেমসের গানও। সিকুয়েলে আবার শোনা যাবে প্রীতমের জাদুকরি সংগীত।
প্রীতমের সঙ্গে যুগলবন্দী প্রসঙ্গে অনুরাগ হাসতে হাসতে বলেন, ‘আমরা হলাম পুরোনো দম্পতির মতো। আমাদের মধ্যে লড়াই, ঝগড়া লেগেই থাকে। আর প্রীতমের সঙ্গে মিউজিক বানানোর এক আলাদা মজা আছে।’ প্রীতম জানান, অনুরাগ তাঁর সব ছবির গানের কথার দায়িত্ব নিজেই নেন।
‘লাইফ ইন আ...মেট্রো’ ছবিতে জুটি বেঁধে এসেছিলেন ইরফান খান আর কঙ্কনা সেনশর্মা। পর্দায় তাঁদের রসায়ন আজও মনে রেখেছেন অনেক সিনেমাপ্রেমী।
এদিন সন্ধ্যায় ইরফানের প্রসঙ্গ উঠতেই কঙ্কনা আবেগভরা কণ্ঠে বলেন, ‘ইরফানকে কখনো ভোলা যাবে না।’ তখন তাঁর দুই চোখের কোণে চিকচিক করছিল জল। অনুরাগও তখন আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি ভেজা চোখে বলেন, ‘কঙ্কনার সঙ্গে একটা দৃশ্য শুট করছিলাম, আগের ছবির সঙ্গে যার কিছুটা মিল আছে। আমার তখন ইরফানের কথা ভীষণভাবে মনে পড়ছিল। আমি আর কঙ্কনা তখন একে অপরের দিকে তাকিয়ে ছিলাম। আমরা দুজনেই কান্নায় ভেঙে পড়েছিলাম।’
ছবির সংগীত প্রসঙ্গে প্রীতম বলেন, ‘ছবিতে ১২টি গান আছে। ছবিটির গানের মধ্যে শায়েরিকে আধুনিকভাবে তুলে ধরেছি। গজলের আদলে গানের কথা লেখা হয়েছে। গালিবের শের আমরা ভিন্ন ভিন্নভাবে তুলে ধরেছি। কিছু পুরোনো গজল নতুনভাবে পরিবেশন করেছি, আর কিছু নতুন গজল এই ছবিতে নিয়ে এসেছি।’
অনুরাগ বসু বলেন, ‘ট্রেন আর বৃষ্টি—দুটিই আমি পছন্দ করি। আমার সব ছবিতে ট্রেন আর বৃষ্টির দৃশ্য থাকে। তবে এখন সময় বদলেছে। এই ছবিতে প্রেমের নতুন রূপ আর বদলে যাওয়া শহরকে দেখা যাবে। আজকের প্রজন্ম নিজেদের প্রেম, ভালোবাসা আর ক্যারিয়ার নিয়ে খুব বিভ্রান্তিতে থাকে। এই ছবিতে তার সবকিছু দেখা যাবে। আমরা কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, পুনেতে এই ছবির শুটিং করেছি। আমার সব ছবিতে শহর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছবিতে কিছু অন্য রকম দেখতে পাবেন।’
‘মেট্রো ইন দিনো’ ছবিতে আদিত্য রায় কাপুর আর সারা আলী খানের জুটি দেখা যাবে। এই ছবির গান প্রসঙ্গে আদিত্য বলেন, ‘এই অ্যালবাম খুবই বিশেষ। প্রথম ছবিটা আমার দারুণ লেগেছিল।’
সারা আলী খান বলেন, ‘(অনুরাগ) বসুদা আর প্রীতমদা যে ধরনের গান দিয়েছেন, মনে হচ্ছে আবার আমরা যেন প্রাণ ফিরে পেয়েছি।’
বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ বলেন, ‘আমার যখনই হৃদয় ভাঙত, লাইফ ইন আ...মেট্রোর গান শুনতাম। আমার পুরোনো ছবিটা দারুণ লেগেছিল।’
কঙ্কনা আর পঙ্কজ ত্রিপাঠিকে একসঙ্গে ‘মেট্রো ইন দিনো’তে দেখা যাবে। ‘জমানা লগা’ গানে তাঁদের দুষ্টু-মিষ্টি রসায়ন সবাই দারুণ পছন্দ করছেন। কঙ্কনা বলেন, ‘গানটা শুনে আজ চোখে জল চলে এসেছে। এই প্রথম পঙ্কজজির সঙ্গে কাজ করার সুযোগ পেলাম, দারুণ অভিজ্ঞতা।’ এই বলিউড অভিনেত্রী আরও বলেন, ‘প্রথম ছবিতেও আমি ছিলাম। আমার কাছে এটা ঘরে ফেরার মতো। অনুরাগদা আমাকে যখন ফোন করলেন, আমি দারুণ খুশি হয়েছিলাম। আমি শুধু অনুরাগদার ওপর আস্থা রেখেছিলাম।’
পঙ্কজ ত্রিপাঠি বলেন, ‘আজ অবধি কোনো নির্মাতা আমাকে এ ধরনের চরিত্রের জন্য ভাবেননি। অনুরাগদা সুযোগ দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’