সেই ক্রিকেটারের সঙ্গে আবারও দেখা গেল সারাকে

নেট দুনিয়ায় ছড়িয়ে পরা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একই ফ্লাইটের পাশাপাশি সিটে বসে যাচ্ছেন শুভমান ও সারা
ছবি : ভিডিও থেকে নেওয়া

গত বছরের আগস্টে প্রথম ওই ক্রিকেটারের সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা যায় সারা আলী খানকে। এবার ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন সারা—এই শিরোনামে তখন অনেক ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা হয়। অনেকে আবার রেস্তোরাঁয় তাদের দেখা হওয়াকে স্রেফ কাকতালীয় ঘটনা বলে অবিহিত করেছিলেন। কিন্তু এর কিছুদিন পরেই একটি হোটেল লবিতেও একই ক্রিকেটারের সঙ্গে দেখা যায় সারাকে। তখন তাদের প্রেমের গুঞ্জন ডালপালা মেলতে থাকে। রেস্তোরাঁ, হোটেল লবির পর এবার সেই ক্রিকেটারের সঙ্গে একই ফ্লাইটে দেখা গেল সারা আলী খানকে। ওই ক্রিকেটার আর কেউ নন, ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার শুভমান গিল।

সারা আলী খান

নেট দুনিয়ায় ছড়িয়ে পরা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একই ফ্লাইটের পাশাপাশি সিটে বসে যাচ্ছেন শুভমান ও সারা। ব্যাস, এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। তবে ভিডিওটি কবের সেটা অবশ্য জানা যায়নি। কেউ কেউ বলছেন, ভিডিওটি গত ৮ সেপ্টেম্বরের। সেদিন ছিল শুভমানের জন্মদিন।

শুভমান গিল
ইনস্টাগ্রাম

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভক্ত আবার ক্রিকেটারের সঙ্গে সারার প্রেম নিয়ে লিখতে গিয়ে তাঁর দাদার প্রসঙ্গে টেনে এনেছেন। সারার দাদা ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি প্রেম করে বিয়ে করেছিলেন সে সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে।

সারা আলী খান
ইনস্টাগ্রাম

সারা অভিনীত সর্বশেষ ছবি ‘আতরঙ্গি রে’ মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। অন্যদিকে শুভমান সর্বশেষ গত ১১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন।

আরও পড়ুন