২৬ লাখ টাকায় অস্কার অনুষ্ঠানের টিকিট
দীর্ঘ ১৪ বছর পর ভারতকে অস্কার এনে দিয়েছে ‘নাটু নাটু’। ‘আরআরআর’ সিনেমার এই গান জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার। এস এস রাজামৌলির এই সিনেমা শুধু বক্স অফিস নয়, কাঁপিয়েছে বিভিন্ন উৎসবও। অস্কারের আগে ‘নাটু নাটু’ ঘরে এনেছিল একাধিক আন্তর্জাতিক পুরস্কার। আর এই সিনেমার পরিচালককে কিনা অস্কার অনুষ্ঠানে প্রবেশের জন্য ব্যয় করতে হয়েছে বিপুল পরিমাণ অর্থ।
নিয়ম অনুযায়ী অস্কার অনুষ্ঠানে বিনা মূল্যে প্রবেশের অনুমতি পান অস্কারে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি এবং তাঁর পরিবারের একজন সদস্য। আর সেই অনুমতি মিলেছে শুধু সংগীত পরিচালক এম এম কীরাবাণী ও গীতিকার চন্দ্র বোসের।
অস্কার অনুষ্ঠানে তাঁরা ছাড়া উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক এস এস রাজামৌলি ও তাঁর পরিবার। ছিলেন ‘নাটু নাটু’ গানে নাচা জুনিয়র এনটিআর ও রাম চরণ। এ ছাড়া ‘আরআরআর’ টিমের অন্য অনেকেই।
শোনা যায়, টিকিট সংগ্রহ করেই অস্কারের অনুষ্ঠানে প্রবেশ করতে হয়েছে রাজামৌলিসহ অন্যদের।
অস্কারের ৯৫তম আসরে প্রবেশের জন্য টিকিটের মূল্য ছিল ২৫ হাজার ডলার, যা বাংলাদেশের টাকায় ২৬ লাখের বেশি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, টিকিটের এই অর্থ প্রদান করেন রাজামৌলি। এ বিষয়ে রাজামৌলি এখনো কিছু বলেননি।
অস্কার অনুষ্ঠানে এম এম কীরাবাণী ও চন্দ্র বোস সামনের দিকে বসতে পারলেও রাজামৌলি, এনটিআর, রাম চরণদের স্থান হয়েছিল শেষের দিকের সারিতে। তাঁদের পেছনে দেখে অনেক ভারতীয় ক্ষোভ জানিয়েছেন।
কিন্তু এটাই ছিল পেছনের দিকে বসার কারণ। অস্কারে মনোনীত ব্যক্তিরাই শুধু সামনের দিকে বসার সুযোগ পেয়েছিলেন।