অভিনয়ের কোনো ইচ্ছাই ছিল না এই বলিউড তারকার

মা-বাবা ছিলেন তারকা। বাবা অনিল কাপুর অভিনেতা আর মা সুনীতা কাপুর কস্টিউম ডিজাইনার। যে কারণে বোঝার আগে থেকেই স্টার কিড হিসেবে পরিচিতি পেয়েছিলেন এই তারকা। বাড়তি পরিচয়ের আড়ালে শৈশব থেকেই স্বাধীনভাবে বেড়ে উঠেছেন তিনি। অর্থ ও খ্যাতির ভিড়ে বড় হওয়া অভিনেত্রী সোনম কাপুরের আজ জন্মদিন। তিনি ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। বিশেষ এই দিনে তাঁর বিষয়ে অজানা বিষয়গুলো জেনে নিতে পারেন।
১ / ৭
শৈশব থেকেই বাবাকে দেখেছেন অভিনয় করতে। মা থাকতেন সিনেমার কস্টিউম নিয়ে ব্যস্ত। এমন ব্যস্ততার মধ্যেই বেড়ে ওঠেন সোনম কাপুর। যে কারণে অভিনয়ের কোনো ইচ্ছাই তাঁর ছিল না।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
বাবার কারণে তারকামহলে পরিচিত ছিলেন সোনম। পরে চেয়েছিলেন, অভিনয়শিল্পী নয়, নির্মাতা হবেন। সেই ভাবনা থেকেই ২০০৫ সালে সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে কাজ করেন ‘ব্ল্যাক’ সিনেমায়।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
২০০৫ সালের দিকেই বানসালি বারবার সোনমকে জানান, তিনি অভিনয়ে এলে ভালো করবেন। তাঁর অভিনয় নিয়ে চেষ্টা করা উচিত। প্রায় দেড় বছর ধরে বলার পর তিনি অভিনয় করতে রাজি হন। এমনকি সিনেমার জন্য প্রায় ৩০ কেজির মতো ওজন কমান।
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
বানসালির হাত ধরেই ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমায় অভিষেক হয় সোনম কাপুরের। তাঁর সহ–অভিনেতা ছিলেন রণবীর কাপুর। সিনেমাটি গড়পড়তা হলেও অভিষেকের জন্য পুরস্কার পান সোনম।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
প্রথম সিনেমায় অভিনয়ের পর পাকাপোক্তভাবে নাচ ও অভিনয়ে মনোযোগ দেন সোনম। কথক, ক্ল্যাসিক্যাল ও লাতিন নাচের ওপর পারদর্শী হন। বেশির ভাগ সিনেমায় অসাধারণ নাচের জন্য প্রশংসিত হন এই অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
বর্তমানে তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। ক্যারিয়ারে ‘নিরজা’, ‘রঞ্জনা’, ‘সাঞ্জু’, ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
৭. সফল এই অভিনেত্রীর সেরা বন্ধু স্বরা ভাস্কর। ক্যারিয়ার, বিয়েসহ পারিবারিক যেকোনো কিছুই সবার আগে বন্ধুর সঙ্গে ভাগাভাগি করেন সোনম। এই বন্ধুর জন্য সোনম নিজের বিয়ের দিনও পিছিয়েছিলেন।
ছবি: ইনস্টাগ্রাম