default-image

দিশা নিজে সালমান, জনের মতো সিনিয়র অভিনেতার বিপরীতে কাজ করেছেন। বয়সে অনেক বড় নায়কদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে দিশা বলেন, ‘এ নিয়ে আমার কিছু যায়–আসে না। ছবির চরিত্রের ওপর সবকিছু নির্ভর করছে। পর্দায় মানানসই হওয়া নিয়েই কথা। আমি মনে করি, নায়কেরা যদি অনেক কম বয়সী নায়কদের সঙ্গে কাজ করতে পারেন, তাহলে নায়িকাদের ক্ষেত্রেও তা–ই হওয়া উচিত। নায়িকারাও তাঁদের চেয়ে বয়সে ছোট নায়কদের সঙ্গে জুটি বাঁধতেই পারেন। তবে তা নির্ভর করছে দর্শকের ওপর। দর্শক যদি এটাকে খোলা মনে স্বাগত জানাতে প্রস্তুত থাকেন, তাহলে আমরা শিগগিরই বলিউড ছবিতে পরিবর্তন দেখতে পাব। কারণ, দর্শকই আমাদের সব।’

default-image

দিশা বলিউডে পা রেখেছিলেন ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির মাধ্যমে। ‘ধোনি’ থেকে ‘এক ভিলেন রিটার্নস’ পর্যন্ত তাঁর অভিনয় ক্যারিয়ার নিয়ে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘কেন জানি না, আজও যেকোনো ছবি করার সময় মনে হয়, সেটাই আমার প্রথম ছবি। শুটিংয়ের শুরুর দিনগুলোয় মনে হয়, আমার পেটের মধ্যে একঝাঁক প্রজাপতি উড়ছে। সব ছবিকে একইভাবে মূল্যায়ন করি। প্রতিটি ছবির চরিত্র অনুযায়ী যে বদলের প্রয়োজন, তার ওপর মন দিই। ক্যারিয়ারে কী করলাম, তা নিয়ে মাথা ঘামাই না।’

default-image

এক ভিলেন রিটার্নস ছাড়াও চলতি বছর দিশার আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। এর মধ্যে আছে ‘যোধা’ ও নাম ঠিক না হওয়া আরেকটি ছবি। অ্যাকশন–থ্রিলার ছবি যোধায় আরও আছেন সিদ্ধার্থ মালহোত্রা ও দক্ষিণি অভিনেত্রী রাশি খান্না। ছবিতে অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন দিশা। নিজের স্টান্ট নিজেই করেছেন। এ ছাড়া নাগ আশ্বিনের বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন ‘প্রজেক্ট কে’-তেও আছেন দিশা। ছবিতে আরও আছেন অমিতাভ বচ্চন, প্রভাস ও দীপিকা পাড়ুকোন। ছবিটি ২০২৩ সালে মুক্তি পাবে। ৫০০ কোটি বাজেটের ছবিটি তৈরি হচ্ছে তেলেগু ও হিন্দি ভাষায়।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন