কেমন গেল ঢালিউডের ৯ মাস

গত ৯ মাসে মুক্তি পাওয়া সবচেয়ে ব্যবসাসফল সিনেমা পরাণ। ছবির একটি দৃশ্যে বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। ছবি: সংগৃহীত

চলতি বছরের ৯ মাস শেষ। প্রযোজক পরিবেশ সমিতির ছবি মুক্তির তালিকা থেকে জানা গেছে, এই সময়ের মধ্যে ঢালিউডে ২৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বছরটা শুরু হয় ১৪ জানুয়ারি ‘ছিটমহল’ দিয়ে। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ঈশা খাঁ।
সেপ্টেম্বর পর্যন্ত মুক্তি পাওয়া অন্য ছবিগুলো হলো ‘তোর মাঝেই আমার প্রেম’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘মাফিয়া ১’, ‘মুখোশ’, ‘শিমু’, ‘গুণিন’,‘লকডাউন লাভ স্টোরি’, ‘জাল ছেঁড়ার সময়’, ‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’, ‘বড্ড ভালোবাসি’, ‘পাপপুণ্য’, ‘আগামীকাল’, ‘বিক্ষোভ’, ‘অমানুষ’, ‘তালাশ’, ‘পরাণ’, ‘হাওয়া’, ‘ভাইয়ারে’, ‘লাইভ’, ‘দিন দ্য ডে’, ‘বীরত্ব’, ‘অপারেশন সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’।
হাতে গোনা কয়েকটি ছবি ছাড়া কোনো ছবিই প্রেক্ষাগৃহ থেকে ব্যবসা করতে পারিনি। তবে স্পনসর থেকে আয়, ওটিটি প্ল্যাটফর্ম, টিভি স্বত্ব, ডিজিটাল স্বত্ব বিক্রি ও দেশের বাইরে মুক্তির আয় থেকে কয়েকটি ছবির বিনিয়োগ উঠে আসার প্রত্যাশা করেছেন প্রযোজক ও পরিচালকেরা।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’– সিনেমার মূল পাত্রপাত্রী বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

করোনার প্রভাবে গত দুই বছর সিনেমা মুক্তির ধারাবাহিকতা ছিল না। বিচ্ছিন্নভাবে যে কয়েকটি ছবি মুক্তি পায়, প্রায় কোনোটিই আলোচনায় আসেনি। করোনার প্রভাব কমে যাওয়ায় চলতি বছরের শুরু থেকে ছবি মুক্তিতে ধারাবাহিকতা আসে।

তবে প্রথম কয়েক মাস ছন্দে ফিরতে পারেনি ঢালিউড। বছরের প্রথম মুক্তি পাওয়া ছিটমহল–এর গায়ে সুপার ফ্লপ তকমা লেগে যায়। তবে ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ করোনা–পরবর্তী খরা কাটিয়ে প্রেক্ষাগৃহে কিছুটা দর্শক ফেরায়। সেই সময় ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছিল, ছবির বাজেট কম হওয়ার কারণে হলসহ বিভিন্ন মাধ্যমের আয় থেকে ছবির বিনিয়োগ উঠে এসেছে।
ঈদুল ফিতরের আগপর্যন্ত আরও আধ ডজন ছবি মুক্তি পেলেও দর্শক টানতে পারেনি। তবে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শান, বিদ্রোহী ও গলুই দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় ঢালিউড। ছবিগুলো দেখতে দর্শক হলমুখী হন। তবে কেবল প্রেক্ষাগৃহ থেকে বড় বাজেটের এই ছবি তিনটির বিনিয়োগ ওঠে আসেনি।

ঈদের ছবি ‘গলুই’ এ অভিনয় করেছেন শাকিব খান
ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে আগে গলুই ছবির প্রযোজক খোরশেদ আলম জানিয়েছিলেন, প্রেক্ষাগৃহে থেকে বিনিয়োগ উঠে গেছে। কিন্তু কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রেক্ষাগৃহ থেকে বিনিয়োগ ওঠেনি। লোকসানে আছি। তবে আশা করছি ওটিটি প্ল্যাটফর্ম, টিভি স্বত্ব, ডিজিটাল স্বত্ব থেকে বিনিয়োগ ফিরে আসবে।’

ঈদের পর আবারও দর্শক–খরা দেখা যায়। তবে ঈদুল আজহায় এসে  ছন্দে ফের ঢালিউড। ঈদে সাইকো, পরাণ ও দিন দ্য ডে—একসঙ্গে তিন ছবি মুক্তি পায়। যদিও মুক্তির এক সপ্তাহের মধ্যেই সাইকো পিছিয়ে পড়ে। দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে ‘পরাণ’ সিনেমাপ্রেমীদের মধ্যে হইচই ফেলে দেয়। এর তিন সপ্তাহ পরে মুক্তি পাওয়া হাওয়া সেই হইচইয়ে নতুন মাত্র যোগ করে। ঢালিউডের অনেক দিনের পুরোনো হিসাব–নিকাশ পাল্টে দিয়ে ঢাকা ও ঢাকার বাইরে প্রেক্ষাগৃহ, এমনকি দেশের বাইরেও ঝড় তোলে ছবি দুটি। পরাণ মুক্তির পর প্রায় তিন মাস ও হাওয়া মুক্তির প্রায় দুই মাস হয়ে গেছে, এখনো দেশে ও দেশের বাইরে চলছে ছবি দুটি।

হাওয়া সিনেমায় চান মাঝি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী
ছবি: সংগৃহীত

জানা গেছে, এরই মধ্যে ছবি দুটি থেকে বিনিয়োগের টাকা তো উঠেছেই,  ভালো লভ্যাংশও ঘরে তুলেছে প্রযোজনা প্রতিষ্ঠান দুটি।
এ ব্যাপারে পরাণ ছবির অন্যতম প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, ‘ছবিটি দারুণভাবে দর্শক গ্রহণ করেছেন। প্রায় তিন মাস হয়ে গেল, ঢাকার বাইরে সিঙ্গেল হলে দর্শক কমলেও মাল্টিপ্লেক্সগুলোতে এখনো পরাণ–এর দর্শক চাহিদা আছে। দেশের বাইরে থেকেও মোটামুটি ভালো টাকা এসেছে, আরও আসবে। ছবিটির বাজেট খুব বেশি ছিল না। সেই হিসাবে বিনিয়োগ উঠেও ভালো লভ্যাংশ পেয়েছি।’

হাওয়ার নির্বাহী প্রযোজক অজয় কুণ্ড বলেন, ‘আমাদের বর্তমান সিনেমা হল ব্যবস্থার মধ্যেও এখনো চলছে সিনেমাটি। এমন অবস্থায় বিনিয়োগের টাকা উঠে লাভ হওয়াটাই তো স্বাভাবিক। দেশ-বিদেশের ছবিটির সাড়া থেকে আমরা যথেষ্ট খুশি।’
দুই ঈদের মধ্যে মুক্তি পাওয়া তালাশ, অমানুষ, বিক্ষোভ ও আগামীকাল সেভাবে দর্শক আলোচনায় আসেনি। প্রযোজকদের বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে। তবে কয়েকজন প্রযোজক মনে করছেন, পরবর্তী সময়ে টেলিভিশন, ওটিটি, ডিজিটাল স্বত্ব বিক্রি করে বিনিয়োগের টাকা ফিরতে পাওয়া যাবে।

আজাদ আদর ও বুবলী অভিনীত ‘তালাশ’
ছবি: সংগৃহীত

তালাশ ছবির নায়ক ও প্রযোজক আদর আজাদ বলেন, ‘ছবিতে লাভ হয়নি। হল থেকে সাত-আট লাখ এসেছে। এর সঙ্গে টেলিভিশন ও ওটিটিতে স্বত্ব বিক্রির টাকা যোগ করে বিনিয়োগের টাকা প্রায় উঠে এসেছে।’ তবে প্রায় দুই কোটি টাকা বাজেটের বিক্ষোভ ও প্রায় ৬৫ লাখ বাজেটের অমানুষ বড় অঙ্কের লোকসান গুনেছে বলে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

গত ২৩ সেপ্টেম্বর মুক্তির পর অপারেশন সুন্দরবন ও বিউটি সার্কাস প্রথম দিন বেশ দাপট দেখিয়েছে। তবে মুক্তির কয়েক দিন পর থেকে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ছবি দুটি। দ্বিতীয় সপ্তাহে এসে অপারেশন সুন্দরবন থেকে বিউটি সার্কাস পিছিয়ে পড়েছে।

তারকাবহুল সিনেমা ‘অপারেশন সুন্দরবন’

অপারেশন সুন্দরবন ছবির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী দর্শক পাইনি। দ্বিতীয় সপ্তাহে হল বেড়েছে। আশা করছি চলতি সপ্তাহ থেকে দর্শক বাড়বে। বিভিন্নভাবে ছবিটির প্রচার চালিয়ে যাচ্ছি।’ আরও কিছুদিন না গেলে বড় বাজেটের ছবি দুটির লাভ–লোকসানের হিসাব বলা যাবে না।
সর্বশেষ ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ঈশা খাঁ। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক টানতে পারছে না ছবিটি।