অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগ, পরিচালক বললেন ‘ফাঁসানো হয়েছে’

অরিন্দম শীল। ফেসবুক থেকে

গত বছর নির্মাতা অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। নবীন প্রজন্মের এক অভিনেত্রী অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। পরিচালকের বিরুদ্ধ দায়ের হয়েছিল এফআইআরও। শুধু তা–ই নয়, ভারতের নারী কমিশনের জেরার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তার দিন কয়েকের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেনের দ্বারস্থ হন আরও এক অভিনেত্রী। তার পর থেকেই টলিপাড়ার অন্তরালে অরিন্দম। নিজেকে খানিকটা গুটিয়েই রেখেছিলেন। তবে এবার টলিউডের ‘তথাকথিত বন্ধুদের’ বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরিচালকের।

সম্প্রতি আনলিশড নামক একটি ইউটিউব চ্যানেলে কথা বলেছেন অরিন্দম শীল। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটা শুটিং ফ্লোরের মধ্যে এমন ঘটনা কী করে ঘটতে পারে? সেটা সবার ভেবে দেখা উচিত ছিল। পরিচালক হওয়ার পাশাপাশি আমি যেহেতু অভিনেতা, সে কারণে অনেক দৃশ্য অভিনয় করে দেখাই।

অরিন্দম শীল। ফেসবুক থেকে

এ ঘটনাটা যখন ঘটল, তখন শুটিং ফ্লোরে সব কলাকুশলী উপস্থিত ছিলেন। কিন্তু যখন অভিযোগ উঠল, তখন একজনকে সবাই মিলে আক্রমণ করার সুযোগ পেয়েছে, আর সেটাই বড় হয়ে দাঁড়িয়েছে।’

এ ঘটনায় তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন এই নির্মাতা। তাঁর ভাষ্যে, ‘অভিযোগকারিণীর কাছের এক মানুষ ফেডারেশনের একজন উচ্চপদস্থ ব্যক্তিকে ফোন করে চারজন টেকনিশিয়ানকে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য চেয়েছিলেন। আমার সঙ্গে নিয়মিত কাজ করেন যেসব অভিনেত্রী, তাদের বলা হয়েছে, কী রে, তোরা কিছু বলছিস না কেন! আমার বিরুদ্ধে অনেকের রাগ আছে। একজন অভিনেত্রী বিদেশে গিয়ে চুরি করেছিলেন। জেলে যেতে-যেতে বেঁচেছেন! অন্য সিনিয়র ব্যক্তিদের সঙ্গে আমাকে সে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখতে ডাকা হয়েছিল। এর বাইরেও অনেকের রাগ থাকার কারণ রয়েছে। আমাকে যে অনেকে মিলে ফাঁসানো হয়েছে, সেখানে আমার তথাকথিত সহকর্মী-বন্ধুরাও জড়িত।’

আরও পড়ুন