অস্ত্রোপচার করে নাক বদলেছেন প্রিয়াঙ্কা, সেই প্রযোজক বললেন...

প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর এক্স থেকে

তারকাদের অস্ত্রোপচার নিয়ে জল্পনার শেষ নেই। অনেক তারকা আগে এ বিষয়ে মুখ না খুললেও ইদানীং এ বিষয়ে আর রাখঢাক করেন না। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার অস্ত্রোপচার নিয়েও অনেক কথা হয়েছে। এবার এক সাক্ষাৎকারে অভিনেত্রীর সিনেমার এক প্রযোজক জানালেন তাঁর অস্ত্রোপচারের কথা। আর এই অস্ত্রোপচারের পরামর্শ যে তিনিই দিয়েছিলেন, সে কথাও জানিয়েছেন প্রযোজক।

পরামর্শ দিয়েছিলেন প্রযোজকই
২০০৩ সালে মুক্তি পায় কানওয়ার পরিচালিত হিন্দি সিনেমা ‘আন্দাজ’। এ ছবিতে অভিনয় করেন অক্ষয় কুমার, লারা দত্ত ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবির প্রযোজক সুনীল দর্শন কথা বলেন প্রিয়াঙ্কার অস্ত্রোপচার নিয়ে। সুনীল বলেন, ‘আমি ওকে বলেছিলাম, তোমার নাকটা নিয়ে কিছু একটা করো। ও নিজেও জানত এটা দরকার। ওর মা–বাবা দুজনেই ছিলেন চিকিৎসক, তাই তাঁরা সঙ্গে সঙ্গেই সেটি সারিয়ে ফেলেছিলেন।’
এ বক্তব্যের সূত্র ধরেই পুরোনো এক অধ্যায় আবার আলোচনায় ফিরে এসেছে। সৌন্দর্য প্রতিযোগিতা জয়ের পর বলিউডে পা রাখা প্রিয়াঙ্কার ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমা ‘আন্দাজ’। ছবিটি মুক্তির পরই অভিনেত্রীর নাকের পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছিল। এবার জানা গেল, প্রিয়াঙ্কা সত্যিই অস্ত্রোপচার করেছিলেন।

‘সুন্দরী না হলেও ছিল মুগ্ধ করার মতো’
সাক্ষাৎকারে সুনীল দর্শন বলেন,‘প্রিয়াঙ্কা তখন বলিউডের প্রচলিত সৌন্দর্যের মাপকাঠিতে খুব একটা মানানসই ছিল না। কিন্তু ওর মধ্যে ছিল একধরনের মাধুর্য, ব্যক্তিত্বে ছিল দারুণ একটা দৃঢ়তা, আর ছিল গভীর, মোহনীয় কণ্ঠস্বর। আমি জানতাম, মেয়েটি অনেক দূর যাবে।’ তিনি আরও জানান, ‘আন্দাজ’ ছবির সেটে অনেকেই বেশি গুরুত্ব দিচ্ছিলেন অক্ষয় ও লারাকে। নতুন বলে প্রিয়াঙ্কাকে কেউ সেভাবে পাত্তা দেয়নি, কিন্তু তিনি নিজে প্রিয়াঙ্কার মধ্যে সম্ভাবনা দেখেছিলেন।

‘আন্দাজ’ সিনেমায় অক্ষয় ও প্রিয়াঙ্কা। আইএমডিবি

কসমেটিক সার্জারি নিয়ে সতর্ক করলেন দর্শন
অভিনেত্রীদের অস্ত্রোপচার সম্পর্কে সুনীল দর্শন বলেন, ‘আমি সাধারণত কাউকে চেহারার ব্যাপারে কিছু বলি না। কিন্তু অনেক সময় মনে হয়, ছোট একটা সংশোধন বড় পরিবর্তন আনতে পারে। তবে কসমেটিক সার্জারি সব সময় নিরাপদ নয়; বরং বেশ ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক হতে পারে। অনেক সময় ত্রুটির মধ্যেও সৌন্দর্য থাকে, যেটা ধরা যায় না।’

একটি অস্ত্রোপচার বদলে দিল প্রিয়াঙ্কার জীবন
প্রিয়াঙ্কা চোপড়া আগেও বিষয়টি নিয়ে কথা বলেছেন। ‘দ্য হাওয়ার্ড স্ট্রেন শো’তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অপারেশনের সময় ডাক্তাররা ভুল করেছিলেন। আমার চেহারা একেবারে বদলে গিয়েছিল। আমি তখন প্রচণ্ড হতাশায় ডুবে গিয়েছিলাম।’
এই অস্ত্রোপচারের পর তাঁর মুখের গড়ন বদলে যায়। বলিউডের কিছু নির্মাতা তখন তাঁকে প্রকল্প থেকে বাদ দিয়ে দেন। এই মানসিক চাপে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলেন।

‘আন্দাজ’ সিনেমার পোস্টার। আইএমডিবি

‘নাক বদলাতে চেয়েছিল জুলিয়া রবার্টসের মতো দেখতে হওয়ার জন্য’
প্রিয়াঙ্কার সঙ্গে ‘হিরো: দ্য লাভ স্টোরি অব আ স্পাই’ ছবিতে কাজ করেছিলেন পরিচালক অনিল শর্মা। তিনিও অভিনেত্রীর অস্ত্রোপচার নিয়ে কথা বলেছেন। অনিল জানান, ‘আমি যখন “গাদার” মুক্তির পর আমেরিকা ও ইউরোপে ঘুরতে যাই, ফিরে এসে শুনি প্রিয়াঙ্কা নাকের অস্ত্রোপচার করিয়েছে। পত্রিকায় পড়ি, ও নাকি জুলিয়া রবার্টসের মতো হতে চেয়েছিল। আমি অবাক হয়েছিলাম, ও তো এমনিতেই সুন্দরী ছিল, কেন এটা করল!’

তিনি আরও বলেন, ‘প্রিয়াঙ্কা এতটাই হতাশ হয়েছিল যে বরেলি ফিরে যাওয়ার কথা ভাবছিল। সিনেমার জন্য নেওয়া সাইনিং মানি ফেরত দেওয়ার জন্য যোগাযোগ করেছিল। আমি তখন ওকে এক মেকআপ আর্টিস্টের ঠিকানা দিই, যিনি ওর লুক নিয়ে কাজ করেন। পরে ও ঘুরে দাঁড়ায়।’

আরও পড়ুন

পরিবারের সাহসে ফিরে আসেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হ্যাঁ, ও খুব ভেঙে পড়েছিল। বলেছিল, “আমি এক জিনিসের জন্য গিয়েছিলাম, আর ফিরে এলাম অন্য কিছু নিয়ে।” তখন ওর বাবা বলেছিলেন, “এটা খুবই ছোট একটা ব্যাপার, ঠিক হয়ে যাবে।”’ সেটাই হয়েছে। পরে বলিউড তো বটেই দাপটের সঙ্গে হলিউডেও কাজ করে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রিয়াঙ্কা চোপড়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে