গোয়া চলচ্চিত্র উৎসবে নানা রূপে জয়া

ভারতের গোয়ায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৪তম আসর। ২০ নভেম্বর শুরু হওয়া উৎসবটি শেষ হবে ২৮ নভেম্বর। উৎসবে বাংলাদেশের অভিনয়শিল্পী জয়া আহসানের চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব উপলক্ষে জয়া এখন আছেন ভারতের গোয়ায়। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তাঁরই কিছু ঝলক।
১ / ৪
উৎসবের উদ্বোধনী দিনে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এর ট্রেলার প্রকাশিত হয়, উৎসবে ছবিটি দেখানো হয় গত বৃহস্পতিবার। ছবিতে ‘কড়ক সিং’ সহকর্মী পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে দেখা যাচ্ছে জয়াকে
ফেসবুক থেকে
আরও পড়ুন
২ / ৪
‘কড়ক সিং’ পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবিতে পরিচালকের সঙ্গে জয়া ও পঙ্কজ ত্রিপাঠিকে দেখা যাচ্ছে
ফেসবুক থেকে
৩ / ৪
ছবিতে দক্ষিণি অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জয়া আহসানকে দেখা যাচ্ছে। উৎসবে দেখা হয় দুজনের
ফেসবুক থেকে
৪ / ৪
‘কড়ক সিং’ ছাড়াও এবারের উৎসবে জয়ার তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে—‘ফেরেশতে’, ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’। এ প্রসঙ্গে জয়া প্রথম আলোকে বলেছিলেন, ‘ভারতের সবচেয়ে বড় এ উৎসবে এর আগেও আমার ছবি গেছে। গতবার তো ‘নকশিকাঁথার জমিন’ খুব ভালো সাড়া ফেলেছিল। এ উৎসব আমার কাছে গুরুত্ব বহন করে। কারণ, এটা ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্র আঙিনায়ও এর গুরুত্ব রয়েছে।’
ফেসবুক থেকে