ভালোবেসেই কাজ করেন আলিয়া

আলিয়া ভাট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

গত শুক্রবার ৩১-এ পা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। খুব কম সময়ের মধ্যে বলিউডে নিজের জায়গা পাকাপাকি করেছেন তিনি। বিটাউনের শীর্ষ নায়িকাদের মধ্যে আলিয়া একজন। নানা ব্যতিক্রমী চরিত্রে তিনি নিজেকে মেলে ধরেছেন। আর এ ক্ষেত্রে নিজেকে ভাগ্যবতী মনে করেন আলিয়া।

আরও পড়ুন

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন আলিয়া। এরপর ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘উড়তা পাঞ্জাব’, ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’সহ বিভিন্ন ছবিতে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গেছে তাঁকে।

ব্যতিক্রমী সব চরিত্র নির্বাচনের প্রসঙ্গে আলিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করি। কারণ, ক্যারিয়ারের শুরু থেকে আমি ভালো এবং ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি।’

আলিয়া ভাট। ইনস্টাগ্রাম থেকে

একই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেছেন, ‘আমি কোনো কিছু পরিকল্পনা করে করিনি। ভালো ছবির প্রস্তাব না পেলে আমার হয়তো কাজ করার ইচ্ছাটাই মরে যেত। কাজ করতে মজা না পেলে আর কাজকে উপভোগ না করলে আমি তা করি না।’

ইতিমধ্যে হলিউডে আলিয়ার অভিষেক হয়ে গেছে। দক্ষিণি, তথা প্যান ইন্ডিয়া ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০২২ সালে এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিতে দেখা গিয়েছিল আলিয়াকে। এই ছবিতে দক্ষিণি সুপারস্টার রাম চরণের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।

রাজামৌলির সঙ্গে কাজ করার অনুভূতি ব্যক্ত করে আলিয়া বলেছেন, ‘প্রতিবার ছবি নির্বাচনের সময় আমি অত্যন্ত বিভ্রান্তিকর অবস্থার মধ্য দিয়ে যাই। আমি বুঝে উঠতে পারি না, কোন ছবিতে কাজ করব, কোনটাতে নয়।

‘হাইওয়ে’ সিনেমায় আলিয়া ভাট। আইএমডিবি

রাজামৌলি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে “আরআরআর” ছবিটা করা ঠিক হবে কি না। উনি তখন আমায় বলেছিলেন, আমি যে চরিত্রই নির্বাচন করি না কেন, তা যেন ভালোবেসে করি। এর পর থেকে আমি ওনার কথা নিজের মাথায় বসিয়ে নিয়েছি। আমি এখন যে কাজই করি, তা ভালোবেসে করি। উনি আরও বলেছিলেন যে ছবিটা ভালো ব্যবসা করুক আর না করুক, আমি যদি ভালোবেসে কোনো কাজ করি, দর্শক আমার কাজের মধ্যে সেই ভালোবাসা দেখতে পাবেন। দর্শক তখন আমার কাজকে পছন্দ করবেন।’