আট বছর পর ফিরছেন আমির খানের ভাগনে ইমরান
শিশুশিল্পী হিসেবে ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমায় দেখা গেছে। বড় হওয়ার পর নায়ক হিসেবে যাত্রা শুরু করেন ২০০৮ সালে। ‘জানে তু...ইয়ে জানে না’ সিনেমা দিয়ে। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই পরিচিতি পেয়েছেন আমির খানের ভাগনে ইমরান খান। তবে ২০১৫ সালের পর আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। মাঝে নানা ব্যক্তিগত ঝামেলায় নাম জড়িয়েছে ইমরানের। তবে পিঙ্কভিলা জানিয়েছে, অভিনয়ে ফিরছেন ইমরান।
প্রথম সিনেমা ‘জানে তু...ইয়ে জানে না’ বক্স অফিসে সাফল্য পাওয়ার পর ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘ডেলি বেলি’, ‘মেরে ব্রাদার কি দুলহান’ ইত্যাদি সিনেমায় দেখা যায় তাঁকে। তবে পরের দিকে সিনেমাগুলো ফ্লপ হওয়ার পর আর বড় পর্দায় দেখা যায়নি ইমরানকে।
চলতি মাসের শুরুতে পাঁচ বছর পর ইনস্টাগ্রামে পোস্ট করেন ইমরান খান। তিনি যে ফিরছেন, তখন অনেকেই অনুমান করেছিলেন। এবার পিঙ্কভিলা জানাচ্ছে, একটি ওয়েব সিরিজ দিয়ে আট বছর পর বলিউডে ফিরছেন অভিনেতা।
তাঁকে দেখা যাবে আব্বাস টায়ারওয়ালা পরিচালিত সিরিজে।
অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিরিজটি নির্মাণ করছেন আব্বাস টায়ারওয়ালা। এই সিরিজ নিয়ে নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরেই কথাবার্তা বলছিলেন ইমরান। শেষ পর্যন্ত সবকিছু ব্যাটে-বলে চূড়ান্ত হওয়ায় সিরিজটি করতে রাজি হয়েছেন অভিনেতা। আশা করা হচ্ছে, তাঁর প্রত্যাবর্তন ভালো হবে।
স্পাই থ্রিলার ঘরানার সিরিজটি তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার গুপ্তচর-দুনিয়া নিয়ে। চলতি বছরের শেষের দিকে নাম ঠিক না হওয়া সিরিজটির শুটিং শুরু হবে।
আব্বাস টায়ারওয়ালা মূলত লেখক হিসেবেই বলিউডে পরিচিত। এর আগে তিনি ‘অশোকা’, ‘মকবুল’, ‘ম্যায় হু না’, ‘সালাম নমস্তে’ ইত্যাদি সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। সিরিজটির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। সিরিজটিতে অভিনয়ের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন ইমরান।