বাজেটের দ্বিগুণের বেশি আয় করেছিল যে ১০ সিনেমা

বক্স অফিসে ঝড় তুলতে কি কেবল বড় বাজেট লাগে? নাকি গল্প, অভিনয় আর বুদ্ধিদীপ্ত নির্মাণেও বাজিমাত করা যায়! বক্স অফিসে সাফল্যের অবশ্যই কোনো ব্যাকরণ নেই, তবে গত কয়েক বছরে এমন কিছু হিন্দি সিনেমা আছে, যেগুলো তুলনামূলক কম বাজেটে নির্মিত হওয়ার পরও ব্যাপক সাফল্য পেয়েছে। হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এমন ১০টি সিনেমার কথা-

১ / ১০
২০১৯ সালে মুক্তি পায় আদিত্য ধরের সিনেমা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ভিকি কৌশলের ছবিটি ২৫ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছিল। ভারতে ২৯৩ দশমিক ৭৫ কোটি রুপি আয় করেছিল। আইএমডিবি
২ / ১০
অমিত রবীন্দ্রনাথ শর্মার ‘বাধাই হো’ ব্যাপক সাফল্য পায়। পারিবারিক গল্প নিয়ে নির্মিত কমেডি সিনেমাটিতে ছিলেন আয়ুষ্মান খুরানা ও সানিয়া মালহোত্রা। ২৩ কোটি রুপিতে নির্মিত ছবিটি শুধু ভারতেই ১৭৬ কোটি রুপি আয় করেছিল। আইএমডিবি
৩ / ১০
অমর কৌশিকের ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজি এখন সাফল্য পেলেও শুরুতে সিনেমাটি নিয়ে খুব একটা আশা দেখেননি সমালোচকেরা। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের সিনেমাটি মাত্র ১৪ কোটি রুপিতে তৈরি হয়েছিল, ছবিটি ১৬৭ কোটি রুপি আয় করেছিল। আইএমডিবি
৪ / ১০
মেঘনা গুলজারের ‘রাজি’ সমালোচক থেকে দর্শক সবাই পছন্দ করেছিলেন। আলিয়া ভাট, ভিকি কৌশল অভিনীত সিনেমাটি তৈরি হয় মাত্র ৩৮ কোটি রুপিতে, ব্যবসা করে ১৫৮ কোটি রুপির বেশি। আইএমডিবি
৫ / ১০
শ্রীরাম রাঘবনের ‘আন্ধাধুন’ সিনেমাটিও দর্শক-সমালোচক সবাই পছন্দ করেছিলেন। আয়ুষ্মান খুরানা, টাবু, রাধিকা আপ্তে অভিনীত থ্রিলারটির বাজেট ছিল ৩০ কোটি রুপি। ছবিটি মুক্তির পর ৯৬ কোটি রুপি এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৪৪ কোটি রুপি আয় করে। আইএমডিবি
৬ / ১০
ইরফান খান অভিনীত, সকেট চৌধুরী পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’ তৈরি হয়েছিল ২৩ কোটি রুপিতে। ছবিটি ভারতে আয় করে ১০০ কোটি রুপি। আইএমডিবি
আরও পড়ুন
৭ / ১০
অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘পিংক’ সিনেমাটি নিয়ে তাপসী পান্নুর ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। মাত্র ২৩ কোটি রুপির ছবিটি ভারতে ৮৮ কোটি আয় করে। আইএমডিবি
৮ / ১০
আমির খান, জায়রা ওয়াসিম অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। অদ্বৈত চন্দনের সিনেমাটি মাত্র ১৫ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল। মুক্তির পর ছবিটি ভারতে ৮১ কোটি রুপি, বিদেশে ৮৩১ দশমিক ৪৭ কোটি রুপি আয় করেছে। আইএমডিবি
৯ / ১০
এবার আসা যাক বিধু বিনোদ চোপড়ার বহুল চর্চিত ‘টুয়েলভথ ফেল’ প্রসঙ্গে। বিক্রান্ত ম্যাসি অভিনীত সিনেমাটি তৈরি হয় মাত্র ২০ কোটি রুপিতে। পরে ছবিটি বক্স অফিসে ৬৬ দশমিক ৫৫ কোটি রুপি আয় করেছিল। আইএমডিবি
১০ / ১০
সুজিত সরকারের সবচেয়ে আলোচিত সিনেমার একটি ‘ভিকি ডোনার’। এ ছবি দিয়েই বলিউড ক্যারিয়ার শুরু করেন ইয়ামি গৌতম ও আয়ুষ্মান ঘুরানা। মাত্র ১০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির পর ৫০ কোটি রুপি আয় করেছিল। আইএমডিবি