নায়কের এক ছবির পারিশ্রমিকের সমান নায়িকার ১৫টি সিনেমার আয়

রাবিনা ট্যান্ডনইনস্টাগ্রাম থেকে

পারিশ্রমিক–বৈষম্য তো বটেই চরিত্রের গুরুত্বসহ নানা কারণেই হিন্দি সিনেমা পুরুষ অভিনেতার চেয়ে পিছিয়ে থাকা নিয়ে প্রায়ই ক্ষোভ প্রকাশ করেন নারী অভিনয়শিল্পীরা। এবার ভারতীয় গণমাধ্যম জাস্ট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুললেন রাবিনা ট্যান্ডন।

সম্প্রতি দেওয়া এই সাক্ষাৎকারে রাবিনা বলেন, ‘আগে পারিশ্রমিক–বৈষম্য ভয়াবহ ছিল। পুরুষ শিল্পীদের চেয়ে নারীরা খুবই কম পারিশ্রমিক পেতেন। অভিনেতারা এক সিনেমা থেকে যা পারিশ্রমিক পেতেন, আমাকে সেটা পেতে ১৫টি ছবি করতে হতো।

রাবিনা ট্যান্ডন
এএনআই

এটা আমার ক্ষেত্রে হয়েছে, সব নারী শিল্পীর কথা বলতে পারব না। এমনও হয়েছে আমার পুরুষ সহকর্মী যে অর্থ পেয়েছেন, সেটা উপার্জন করতে আমাকে ১৫টি থেকে ২০টি সিনেমায় অভিনয় করতে হয়েছে।’

তবে সাক্ষাৎকারে রাবিনা এটাও বলেন, এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। হিন্দি সিনেমার দুনিয়া আগের চেয়ে অনেক পেশাদার হয়েছে।

আরও পড়ুন

মাঝে অভিনয়ে অনিয়মিত ছিলেন রাবিনা। তবে কয়েক বছর ধরে ওটিটি ও বড় পর্দায় নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে।

সর্বশেষ গত বছর মুক্তি পাওয়া ‘পাটনা শুকলা’ সিনেমায় আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তাঁকে। অল্প বাজেটে নির্মিত সিনেমাটিতে রাবিনার অভিনয় প্রশংসিত হয়েছিল।

চলতি বছর বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও সিনেমায় দেখা যাবে রাবিনা ট্যান্ডনকে। এগুলোর মধ্যে আছে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা।