দীপিকা কেন একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন

দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘অ্যানিমেল’ ও ‘কবির সিং’-এর নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা আবার ফিরেছিলেন তেলেগু সিনেমায়। তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন দক্ষিণি সুপারস্টার প্রভাস। ছবির নাম ‘স্পিরিট’। প্রথমে জানানো হয়েছিল, ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে থাকছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তবে কর্মঘণ্টা, পারিশ্রমিক, ছবির লভ্যাংশ ভাগসহ নানা বিষয়ে মতবিরোধের জেরে সিনেমাটি থেকে বাদ পড়েন তিনি, যা নিয়ে এখনো বলিউডে চলছে তুমুল বিতর্ক। এদিকে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, ‘কল্কি’ সিনেমার সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো মা হয়েছেন দীপিকা। মেয়ের দায়িত্ব পালনের পাশাপাশি কাজের দুনিয়াতেও ফিরতে চলেছেন। এখানেই সমস্যা।

পেশাজীবন ও ব্যক্তিজীবনে ভারসাম্য রাখতে চেয়ে আট ঘণ্টার বেশি কাজ করতে নারাজ ‘পিকু’ অভিনেত্রী। গুঞ্জন, এ নিয়েই নাকি পরিচালকদের সঙ্গে বনিবনা হচ্ছে না তাঁর। যে কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন তিনি। একই কারণে এবার নাকি দীপিকার ওপরে বিরূপ আরও এক প্রথম সারির পরিচালক নাগ অশ্বিনও!

দীপিকাকে নিয়ে এত দিন কোনো পরিচালকের কোনো বক্তব্য ছিল না; বরং নায়িকার পরিশ্রম করার মানসিকতার প্রশংসাই করতেন নির্মাতারা। কিন্তু কর্মঘণ্টা নির্ধারণ নিয়ে এবার পরিচালকদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে তাঁর। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, নাগ অশ্বিনের ‘কল্কি ২’ ছবি থেকে বাদ পড়েছেন তিনি। ছবির প্রথম কিস্তিতে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসানের সঙ্গে দীপিকাও ছিলেন। কিন্তু সম্ভবত তিনি সিকুয়েলে থাকছেন না। যদিও এ বিষয়ে অভিনেত্রীর বক্তব্য পাওয়া যায়নি।

দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এর আগে দীপিকার বক্তব্যের সমর্থনে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড তারকারা। সম্প্রতি ‘মা’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় দেবগন ও কাজল।

আরও পড়ুন

অনুষ্ঠানে কর্মরত মায়েদের আট ঘণ্টা কাজের ব্যাপারে জিজ্ঞাসা করায় কাজল বলেন, ‘আমার মনে হয় এটা খুব ভালো প্রস্তাব।’ তবে কাজল আরও কিছু বলার আগেই তাঁকে থামিয়ে দিয়ে অজয় বলেন, ‘এতে খারাপ কিছু নেই। বেশির ভাগ সৎ চলচ্চিত্র নির্মাতাদের এই প্রস্তাবে অসুবিধা হওয়ার কথা নয়। যেকোনো ক্ষেত্রেই মায়েরা ৮ থেকে ৯ ঘণ্টার শিফটে কাজ করেন। এটাই স্বাভাবিক।’

দীপিকার পক্ষে কথা বলেন দক্ষিণি নির্মাতা মণিরত্নমও। সম্প্রতি ‘থাগ লাইফ’ প্রচারে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মণিরত্নম বলেন, ‘আমার মনে হয় এটা ন্যায্য দাবি। আমার আনন্দ হচ্ছে যে দীপিকা অন্তত এমন দাবি রাখার জায়গায় পৌঁছেছেন। একজন পরিচালক হিসেবে আমার মনে হয়, অভিনেতাদের এই দাবিগুলো বিবেচনা করা দরকার। এমন প্রস্তাব দেওয়াটা তো অনৈতিক নয়; বরং অত্যন্ত প্রয়োজনীয়। এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত এবং এগুলো মেনে নিয়েই কাজ করতে হবে।’

আরও পড়ুন