যেভাবে নয়নতারা, আলিয়া আর ক্যাটরিনাকে হারিয়ে দিয়েছেন এই অভিনেত্রী

ঋদ্ধি ডোগরাইনস্টাগ্রাম থেকে

চলতি বছরই তাঁর চলচ্চিত্রে অভিষেক। আর অভিষেকের পরেই বাজিমাত করেছেন। পরপর দুই সিনেমা সুপারহিট হওয়ার পথে। তাঁর অভিনীত দুই সিনেমা ব্যবসা করেছে ১ হাজার ৫০০ কোটি রুপি! কে এই অভিনেত্রী? ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক।

আরও পড়ুন

এই অভিনেত্রী আর কেউ নন, ঋদ্ধি ডোগরা। টিভিতে তিনি পরিচিত মুখ, করেছেন ওয়েব সিরিজও। তবে চলচ্চিত্রে অভিষেক চলতি বছর। কেন এত দেরি হলো সিনেমায় অভিনয় করতে। এ প্রসঙ্গে ভারতের অনলাইন গণমাধ্যম পিপিংমুনকে দেওয়া সাক্ষাৎকারে ঋদ্ধি বলেছেন, ‘টেলিভিশনের পর্দায় আমি দারুণ দারুণ সব শো করেছি। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে বলা হতো আমার মুখ কোনো অসহায় নারী চরিত্রের উপযোগী নয়। আমাকে দেখে কোনোভাবেই মনে হয় না যে আমি এক দুঃখী মেয়ে। তাদের বক্তব্য, আমার মুখ মোটেও নরমসরম নয়। আর তাই আমি কোনোভাবেই ছোট পর্দার নায়িকার চরিত্রের জন্য উপযুক্ত নই। এসব কথা শুনে মোটেও কাঁদতে বসিনি; বরং এগিয়ে গিয়েছি। সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি শুধু শক্তিশালী চরিত্রে অভিনয় করব।’

চলতি বছর ‘অসুর টু’ ওয়েব সিরিজ আর সিনেমা ‘জওয়ান’ ও ‘টাইগার থ্রি’ দিয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ‘জওয়ান’–এ শাহরুখ খানের মায়ের চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন সবাইকে।

ঋদ্ধি ডোগরা। ইনস্টাগ্রাম থেকে

মুক্তির পর ‘টাইগার থ্রি’ সিনেমাও ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সব মিলিয়ে চলতি বছর তাঁর দুই সিনেমা ব্যবসা করেছে ১ হাজার ৫০০ কোটি রুপির বেশি! এই রেকর্ড নেই নয়নতারা, আলিয়া ভাট কিংবা ক্যাটরিনা কাইফেরও। পরপর দুই বড় সিনেমার অংশ হয়ে গর্বিত ঋদ্ধি।

তবে ‘জওয়ান’-এ নিজের চরিত্র নিয়ে অতৃপ্তি আছে। বরং দক্ষিণি নায়িকা নয়নতারার চরিত্রটি বেশি মনে ধরেছে তাঁর। ‘জওয়ান-যাত্রায়’ সব সময় মনে মনে আফসোস করেছেন, ‘ইশ্‌, এই চরিত্র যদি আমি করতে পারতাম!’

চলতি বছর পাওয়া এমন সাফল্য আরও আশাবাদী করে তুলছে তাঁকে। ঋদ্ধি বলেন, ‘এ কথা আমি জোর দিয়েই বলছি, আমি যেকোনো চরিত্র সুন্দর করে মেলে ধরতে পারি।

ঋদ্ধি ডোগরা
ইনস্টাগ্রাম থেকে

কারণ, আমি পরিচালকের বাধ্য অভিনেত্রী। আমি আমার অভিনীত চরিত্রটিকে নিয়ে প্রচুর পড়াশোনা করি। আর এমন কোনো চরিত্র নেই যে যাতে আমি অভিনয় করতে পারব না। আমাকে যা দেবেন, তা আমি করে দেখাব।’