দক্ষিণি অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অভিনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

মনসুর আলী খান ও তৃষা কৃষ্ণান। ইনস্টাগ্রাম থেকে

গত মাসেই প্যান ইন্ডিয়া সিনেমা ‘লিও’ মুক্তি পায়। লোকেশ কঙ্গরাজের ছবিটি ব্যাপক ব্যবসায়িক সাফল্যও পায়। কিন্তু ছবির অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে উদ্দেশ করে তাঁর সহ-অভিনেতা মনসুর আলী খানের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেটা এতটাই যে ভারতের নারী কমিশন বিবৃতি দিয়ে অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার

আরও পড়ুন

‘লিও’তে অভিনয় করলেও তৃষা ও মনসুরের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। ওই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণি অভিনেতা মনসুর আলী খান।

তৃষা কৃষ্ণান। ইনস্টাগ্রাম থেকে

তৃষা কৃষ্ণান। ইনস্টাগ্রাম থেকে সেই আফসোস থেকে সম্প্রতি এক অনুষ্ঠানে মনসুর জানান, তৃষার সঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করার সুযোগ না পেয়ে তিনি কিছুটা হতাশ।

মনসুর বলেন, ‘আমি ভেবেছিলাম তৃষার সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবেই। এর আগের সব ছবিতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম। ভেবেছিলাম, তৃষার সঙ্গেও এমন কোনো একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব।’

মনসুর আলী খান। ইনস্টাগ্রাম থেকে

মনসুরের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতের নারী কমিশন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তারা মনসুরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া আহ্বান জানিয়েছে।

তৃষা কৃষ্ণান। ইনস্টাগ্রাম থেকে

বিবৃতিতে তারা ভারতীয় দণ্ডবিধির ৫০৯বি ও অন্য উপযুক্ত ধারায় মনসুরের বিরুদ্ধে মামলার আরজি জানান।

এর আগে মনসুরের ওই আপত্তিকর মন্তব্য নিয়ে মুখ খুলেছেন তৃষা কৃষ্ণান স্বয়ং। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘একটা ভিডিও দেখলাম, যেখানে মনসুর আলী খান আমাকে নিয়ে আপত্তিকর কথা বলেছেন। এমন আচরণের প্রতিবাদ তো জানাচ্ছি তো অবশ্যই, পাশাপাশি তাঁর মতো অভিনেতার সঙ্গে যে আমাকে কাজ করতে হয়নি, সে জন্য নিজেকে সৌভাগ্যবতী মনে করি। ভবিষ্যতেও কখনো সেই দিন আসবে না।’ তৃষা জানিয়ে দেন, কোনো দিন মনসুরের সঙ্গে কাজ করবেন না তিনি।

তৃষা কৃষ্ণান। ইনস্টাগ্রাম থেকে

এর আগে গতকাল দেওয়া এক প্রতিক্রিয়ায় মনসুর আলী খান জানিয়েছেন, স্রেফ মজার ছলে তিনি ওই মন্তব্য করেছিলেন।