মারা গেছেন ‘কই মিল গায়া’, ‘গদর’–এর অভিনয়শিল্পী মিথিলেশ

‘কই মিল গায়া’ চলচ্চিত্র অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পাওয়া বলিউডের অভিনয়শিল্পী মিথিলেশ চতুর্বেদি মারা গেছেন। কয়েক দিন আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় লক্ষ্ণৌয়ে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

মিথিলেশের জামাতা আশিষ চতুর্বেদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আপনি পৃথিবীর সেরা বাবা ছিলেন। আপনি আমাকে জামাতার মতো নয়, ছেলের মতোই ভালোবাসতেন। আপনার আত্মা শান্তি পাক।’

বলিউডে কয়েক দশকের ক্যারিয়ারে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত হিট সিনেমা ‘কই মিল গায়া’ ছাড়াও ‘কৃশ’, ‘গদর’, ‘তাল’, ‘রেডি’, আশোকা’, ‘ফিজা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় কাজ করেছেন। সিনেমার পাশাপাশি বেশকিছু মঞ্চনাটকেও অভিনয় করেছেন মিথিলেশ। বাচনভঙ্গি, কৌতুক অভিনয়ের জন্য বহু ছবিতে তাঁর কাজ প্রশংসিত।

৬৪ বছরের এ অভিনেতা কাজের মধ্যে ডুবে থাকতে পছন্দ করতেন। টেলিভিশনের পর্দাতেও নিয়মিত কাজ করেছেন একটা সময়। ‘পাটেয়ালা বেবস’-এ তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ‘স্ক্যাম ১৯৯২’-তে রাম জেঠমালানির চরিত্রে দর্শক দেখেছে তাঁকে। অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ ছবিতেই শেষবার দেখা গেছে এই অভিনেতাকে। সম্প্রতি পা রেখেছিলেন ওটিটির দুনিয়াতেও। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। শোক প্রকাশ করেছেন পরিচালক হনশল মেহেতা থেকে শুরু করে অভিনয় জগতের সঙ্গে যুক্ত বহু মানুষ।