default-image

বলিউডে কয়েক দশকের ক্যারিয়ারে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত হিট সিনেমা ‘কই মিল গায়া’ ছাড়াও ‘কৃশ’, ‘গদর’, ‘তাল’, ‘রেডি’, আশোকা’, ‘ফিজা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় কাজ করেছেন। সিনেমার পাশাপাশি বেশকিছু মঞ্চনাটকেও অভিনয় করেছেন মিথিলেশ। বাচনভঙ্গি, কৌতুক অভিনয়ের জন্য বহু ছবিতে তাঁর কাজ প্রশংসিত।

৬৪ বছরের এ অভিনেতা কাজের মধ্যে ডুবে থাকতে পছন্দ করতেন। টেলিভিশনের পর্দাতেও নিয়মিত কাজ করেছেন একটা সময়। ‘পাটেয়ালা বেবস’-এ তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ‘স্ক্যাম ১৯৯২’-তে রাম জেঠমালানির চরিত্রে দর্শক দেখেছে তাঁকে। অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ ছবিতেই শেষবার দেখা গেছে এই অভিনেতাকে। সম্প্রতি পা রেখেছিলেন ওটিটির দুনিয়াতেও। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। শোক প্রকাশ করেছেন পরিচালক হনশল মেহেতা থেকে শুরু করে অভিনয় জগতের সঙ্গে যুক্ত বহু মানুষ।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন