কারিনার সঙ্গে ভালোবাসা দিবস উদ্যাপন করবেন, আমিশার কাছে ছুটি চেয়েছিলেন সাইফ
‘তাশান’ সিনেমার সেটেই মন দেওয়া-নেওয়া। সে সময় শহীদ কাপুরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর নতুন করে শুরুর চেষ্টা করছিলেন কারিনা কাপুর। তখনই সাইফের আগমন, এরপর তো শুরু হলো রাজকীয় এক প্রেমকাহিনি। ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। ভালোবাসা দিবস সাইফ কীভাবে উদ্যাপন করেন, তা নিয়ে সম্প্রতি কথা বলেছেন আমিশা প্যাটেল। তাঁর কথায় উঠে এসেছে সাইফ-কারিনার প্রেমজীবনের দিনগুলোর স্মৃতি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
কারিনার সঙ্গে ভালোবাসা দিবস কাটাবেন বলে একবার শুটিং থেকে ছুটি নিয়েছিলেন সাইফ।
অমিশার ভাষ্যে, ‘তখন কারিনার সঙ্গে প্রেম সদ্য শুরু হয়েছিল সাইফের। আমাদের “থোড়া পেয়ার থোড়া ম্যাজিক” ছবির শুটিং চলছিল। তার মধ্যেই আসে ভ্যালেন্টাইনস ডে।’
সাইফ নাকি একদিন আমিশাকে ডেকে বলেছিলেন, ‘আমিশা, আমার কিন্তু ভালোবাসা দিবসে ছুটি চাই। কিন্তু আদি (আদিত্য চোপড়া) আমাকে তোমার সঙ্গে কথা বলে নিতে বলল ছুটি নিয়ে বোঝাপড়ার জন্য। আমি আসলে কারিনার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে বেড়াতে যেতে চাই ওই সময়ে।’ আমিশা তখন সাইফের কথা শুনে বলেছিলেন, ‘ঠিক আছে। আমি বুঝে নেব। কোনো অসুবিধা নেই।’
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এবারের ভালোবাসা দিবস বাড়িতেই কাটবে এই তারকা দম্পতির।
গত ১৬ জানুয়ারি নিজের বাড়িতে হামলার শিকার হন সাইফ। এর পর থেকেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিছুদিন আগে নেটফ্লিক্সের ছবি ‘জুয়েল থিফ’-এর প্রচার অনুষ্ঠানে দেখা গেছে সাইফকে। এ ছাড়া প্রকাশ্যে হাজির হননি অভিনেতা।