ছবি ফ্লপ, ১২৪ কোটি টাকার ফ্ল্যাট কিনে খবরে বরুণ
বড়দিনে মুক্তির পর ‘বেবি জন’ বক্স অফিসে ডাহা ফ্লপ। ছবি না চললেও জোড়া ফ্ল্যাট কিনে খবরের শিরোনামে বলিউড তারকা বরুণ ধাওয়ান। মুম্বাইয়ের জুহু এলাকায় বরুণ আর তাঁর স্ত্রী নাতাশার নতুন ঠিকানা হতে চলেছে। ফ্ল্যাট দুটির দাম কয়েক কোটি রুপি হবে, তা বলার অপেক্ষা রাখে না।
জানা গেছে, জুহুতে ডিডেকোর টোয়েন্টি আবাসনে একসঙ্গে দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বরুণ। এই ফ্ল্যাট দুটির কার্পেট এরিয়া ৯ হাজার ৭৩০ বর্গফুট। এই আবাসনের এক বিল্ডিংয়ের ছয় ও সাততলায় তাঁদের এই ফ্ল্যাট দুটি অবস্থিত।
রেজিস্ট্রেশন দপ্তর অনুযায়ী, গত ৩ জানুয়ারি বরুণ-নাতাশা ফ্ল্যাট দুটির চূড়ান্ত করেছিলেন। স্ট্যাম্প ডিউটিতে খরচ হয়েছে ৫ কোটি ২১ লাখ রুপি। ফ্ল্যাট দুটির সঙ্গে তাঁরা গাড়ি পার্কিংয়ের জন্য আটটি জায়গা পেয়েছেন।
বরুণ-নাতাশার এই ফ্ল্যাটে প্রতি বর্গফুটের দাম ৮৯ হাজার ৩৩২ টাকা। ফ্ল্যাট দুটি কিনতে তাঁদের খরচ হয়েছে ৮৬ কোটি ৯২ লাখ রুপি বা ১২৪ কোটি টাকা।
বরুণের এই আবাসনের আশপাশে একাধিক বলিউড তারকার ঠিকানা। অমিতাভ বচ্চনের তিনটি বাংলো ‘জলসা’, ‘জনক’ ও ‘প্রতীক্ষা’ এই এলাকায়। ধর্মেন্দ্র, হেমা মালিনী, অনিল কাপুর, সঞ্জয় লীলা বানসালি, অজয় দেবগন, কাজল, অক্ষয় কুমার, শিল্পা শেঠি, গোবিন্দসহ আরও বিটাউন তারকার বাংলো বরুণের আবাসনের কাছাকাছি।
বরুণ ধাওয়ানকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘বেবি জন’ ছবিতে। কালিস পরিচালিত ছবিটি বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ। অ্যাটলি কুমার প্রযোজিত এই ছবিতে বরুণ ছাড়া আছেন কীর্তি সুরেশ, ভামিকা গাব্বি, জ্যাকি শ্রফ।
আগামী দিনে বরুণকে দেখা যাবে ‘নো এন্ট্রি ২’ ছবিতে। এই ছবিতে দিলজিৎ দোসাঞ্জ এবং অর্জুন কাপুরও আছেন। ‘বর্ডার ২’ ছবিতে অভিনয় করতে চলেছেন বরুণ। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেঠি।