বিচ্ছেদ নিয়ে কী বললেন আমির
বছর তিনেক আগে ‘লাল সিং চাড্ডা’র বক্স অফিস ব্যর্থতার পর কার্যত লাপাত্তা হয়েছিলেন আমির খান। তবে মুক্তির অপেক্ষায় থাকা নিজের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’-এর প্রচারে আবার সরব এই বলিউড তারকা। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
সব সাক্ষাৎকারেই ঘুরেফিরে এসেছে বিচ্ছেদ প্রসঙ্গ। রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সংসার টেকেনি। কিছুদিন আগেই গৌরি স্প্র্যাটের সঙ্গে নতুন সম্পর্কের কথা জানিয়েছেন। সম্প্রতি রাজ সামানির পডকাস্টে হাজির হয়ে বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন অভিনেতা। অকপটে স্বীকার করেছেন, রিনাকে বিয়ের সিদ্ধান্ত ছিল একেবারেই হঠকারী।
আমির খান জানান, অতীত অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন। জীবনে সবচেয়ে বড় কোনো আফসোস আছে কি না, এমন প্রশ্নে আমির বলেন, ‘ভুল তো অনেক করেছি। একটা নয়। রিনা আর আমি খুব তাড়াতাড়িই বিয়ে করে ফেলেছিলাম। আমি তখন ২১, ও ছিল ১৯। আসলে আমি যেদিন আইনিভাবে বিয়ে করতে পারতাম, সেদিনই করেছি; ১৮ এপ্রিল। তবে এটা ভাববেন না, আমি বলছি রিনাকে বিয়ে করাটা ভুল ছিল। আমি বলছি, সময়টা হয়তো সঠিক ছিল না। রিনার সঙ্গে আমার জীবনটা খুব ভালো কেটেছে। রিনা দারুণ একজন মানুষ। আমরা একসঙ্গে বড় হয়েছি, পরস্পরের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসাও আছে। তবে আমি মনে করি না এত ছোট বয়সে কারও এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত, তা–ও আবার এমন তাড়াহুড়া করে।’ তখনই অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছেন আমির, আর তাঁদের বিয়ের বিষয়টি একেবারে গোপন রেখেছিলেন দুজন।
পডকাস্টে আমির আরও বলেন, ‘এটা শুধু একটা উদাহরণ। বাস্তব জীবনের সবচেয়ে বড় উপহার ইরা আর জুনাইদকে ওই বিয়ের মাধ্যমেই পেয়েছি। আমি ও রিনা ১৬ বছর একসঙ্গে কাটিয়েছি। কেউ চাইলে একে ভুল বলতে পারেন, কিন্তু আমি মনে করি, ওটা না হলে আজ আমি এখানে থাকতাম না।’ আমির ও রিনার বিচ্ছেদের একটি বড় কারণ নিয়েও কথা বলেন তিনি। ‘আমি তখন সিনেমায় ডুবে ছিলাম। সেটাই ছিল রেড ফ্ল্যাগ। আমি একপ্রকার কাজের নেশায় বুঁদ ছিলাম,’ বলেন আমির।
একাধিক বিয়ে ভাঙা প্রসঙ্গে আমির বলেন, ‘ভারতে আসলে আমরা বিয়েকে খুব গুরুত্বসহকারে দেখি। যখন কারও বিয়ে ভেঙে যায় এবং বিবাহবিচ্ছেদ হয়, তখন লোকেরা এটি পছন্দ করে না। এটা আমি জানি। মানিও যে বিয়েকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়।’
আমির আরও জানান যে দুবার বিয়ে ভেঙে যাওয়া তাঁর পরিবারের জন্যও বড় ক্ষতি। অভিনেতা বলেন, ‘আমার পরিবারের কাছেও এটা খুব বড় একটা জিনিস। এই যে রিনার সঙ্গে আমার বিয়ে টিকল না, কিরণের সঙ্গেও টিকল না, এটা তো আমাদের সবারই ক্ষতি। আমাদের পরিবারের জন্যও এটা এমন একটা ব্যাপার, যা নিয়ে আমরা খুশি নই। কিন্তু পরিস্থিতিই এমন হয়েছে যে এ ছাড়া কোনো উপায় ছিল না। আমি চাইলেই মানুষের সামনে দেখাতে পারতাম যে আমি আর কিরণ খুব খুশি। কিন্তু সেটা তো একটা মিথ্যা হতো।’
রিনার সঙ্গে আমিরের দুই সন্তান জুনাইদ ও ইরা। পরিচালক কিরণ রাওকে ২০০৫ সালে বিয়ে করেছিলেন আমির। ২০২১ সালে আলাদা হয়ে যান দুজন। আমির ও কিরণের একমাত্র সন্তান আজাদ। ‘সিতারে জমিন পার’ ২০ জুন মুক্তি পাবে।