হুমা এবার ভয়ংকর ভিলেন

অনুরাগ কশ্যপের ‘গ্যাংস অব ওয়াসেপুর’ দিয়ে নজর কাড়েন হুমা কুরেশি। এরপর নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এবার আসছেন মূল খলনায়িকার চরিত্রে। ভ্যারাইটি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১ / ৬
২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে ক্রাইম সিরিজ ‘দিল্লি ক্রাইম’। সানড্যান্স উৎসবে প্রিমিয়ার হওয়া সিরিজটি ইন্টারন্যাশনাল এমিতে পুরস্কার জেতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ৬
২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটির দ্বিতীয় মৌসুমও প্রশংসা পায়। এবার আসছে তৃতীয় মৌসুম। ভ্যারাইটি জানিয়েছে, ‘দিল্লি ক্রাইম ৩’-এ থাকছেন হুমা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৬
এ সিরিজে ভয়ংকর এক খলনায়িকার চরিত্রে হাজির হবে হুমা। অস্ত্র হাতে অভিনেত্রীর একটি ছবিও প্রকাশ করেছে ভ্যারাইটি। আইএমডিবি
৪ / ৬
‘দিল্লি ক্রাইম’-এ সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হুমা। তিনি বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সিরিজের জন্য নির্মাতারা আমাকে ভেবেছেন, এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৬
এই সিরিজ ছাড়াও হুমাকে সামনে দেখা যাবে ‘জলি এলএলবি ৩’, ‘গুলাবি’সহ বেশ কয়েকটি সিনেমায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৬
কয়েক বছর ধরেই কাজ কমিয়ে দিয়েছেন হুমা। তিনি মনে করেন, সংখ্যার চেয়ে গুণগত মান গুরুত্বপূর্ণ। সনি লিভে হুমার সিরিজ ‘মহারানি’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। হুমা মনে করেন, কাজ কমিয়ে দেওয়ায় এ সিরিজে পূর্ণ মনোযোগ দিতে পেরেছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে