অমিতাভের কিছু দুর্লভ ছবি

বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন আজ ১১ অক্টোবর ৮১ বছরে পা রাখলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিউডের অনেক তারকা হারিয়ে গেলেও এ ক্ষেত্রে বিরল নজিরই গড়েছেন অমিতাভ। বছরের পর বছর বলিউডে তাঁর রাজত্ব। অনেক আগেই জনপ্রিয়তার চূড়া স্পর্শ করেছেন বর্ষীয়ান এ তারকা। জীবনের এতটা পথ পাড়ি দিলেও আজও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বরং দিন দিন বেড়েই চলেছে তাঁর জনপ্রিয়তা। আজ জন্মদিনে দেখুন অমিতাভের দুর্লভ কিছু ছবি, যা হয়তো আগে আপনার দেখা হয়নি।

১ / ২০
১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন অমিতাভ বচ্চন। এটি অমিতাভের শৈশবের ছবি, ছোট ভাই এবং মায়ের সঙ্গে
ফেসবুক থেকে সংগৃহীত
২ / ২০
'মি. নটবরলাল' ছবিতে প্রথমবার গান গেয়েছেন অমিতাভ
ফেসবুক থেকে সংগৃহীত
৩ / ২০
অভিষেক বচ্চন লিখেছেন, ‘কী সুন্দর শৈশব ছিল আমাদের।’
ফেসবুক থেকে সংগৃহীত
৪ / ২০
১৯৬৯ সালের ছবি। ‘রেশমা অর শেরা’ ছবির জন্য লুক টেস্ট, ছবিটি ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছেন অমিতাভ
ফেসবুক থেকে সংগৃহীত
৫ / ২০
ব্যস্ত অমিতাভ পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। ছেলে অভিষেকের খুবই ঘনিষ্ঠ। এ ছবি তাঁর বাড়িতে তোলা
ফেসবুক থেকে সংগৃহীত
৬ / ২০
বাড়ির আঙিনায়
ফেসবুক থেকে সংগৃহীত
৭ / ২০
সহশিল্পী শ্রীদেবীর সঙ্গে এ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অমিতাভ
ফেসবুক থেকে সংগৃহীত
৮ / ২০
অভিনয়ের পাশাপাশি বেশ কিছু ছবির গানে নিজে কণ্ঠও দিয়েছেন। রেকর্ডিংয়ের আগে বাপ্পি লাহড়ীর কাছে গান তুলে নিচ্ছেন অমিতাভ
ফেসবুক থেকে সংগৃহীত
৯ / ২০
বলিউড তারকা রেখার সঙ্গে অনেকের প্রেমের গুঞ্জন থাকলেও সবচেয়ে আলোচিত ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে প্রেমের গুঞ্জন। এমনও শোনা গেছে, তাঁরা গোপনে বিয়েও করেছেন। রেখা-অমিতাভের অনেক ছবি চর্চিত হলেও এ ছবি খুব কম দেখা যায়
ফেসবুক থেকে সংগৃহীত
১০ / ২০
দুই সন্তান কোলে নিয়ে অমিতাভ-জয়া দম্পতি
ফেসবুক থেকে সংগৃহীত
১১ / ২০
হোলি উৎসবে
ফেসবুক থেকে সংগৃহীত
১২ / ২০
বাড়িতে, পরিবারের সব সদস্যদের নিয়ে
ফেসবুক থেকে সংগৃহীত
১৩ / ২০
রাজনীতির ময়দানে অমিতাভ বচ্চন
১৪ / ২০
সত্তরের দশকের একটি ছবির শুটিংয়ে
ফেসবুক থেকে সংগৃহীত
১৫ / ২০
‘সাত হিন্দুস্তানি’ ছবিতে
ফেসবুক থেকে সংগৃহীত
১৬ / ২০
‘খুদ-দার’ ছবির একটি দৃশ্যে অমিতাভ বচ্চন
ফেসবুক থেকে সংগৃহীত
১৭ / ২০
সন্তানদের নিয়ে
ফেসবুক থেকে সংগৃহীত
১৮ / ২০
১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রজগতে যাত্রা শুরু করেন অমিতাভ। আজ কোটি কোটি রুপির মালিক হলেও জীবনের প্রথম ওই সাদা-কালো ছবিটিতে অভিনয়ের বিনিময়ে তিনি পেয়েছিলেন মাত্র এক হাজার রুপি।
ফেসবুক থেকে সংগৃহীত
১৯ / ২০
শুটিং এর ফাঁকে, ক্রিকেট ব্যাট হাতে
ফেসবুক থেকে সংগৃহীত
২০ / ২০
ভরাট কণ্ঠের জন্য সুপরিচিত অমিতাভ বচ্চন। অথচ এই ভরাট কণ্ঠের কারণেই অল ইন্ডিয়া রেডিওর অডিশন পর্ব থেকে দু-দুবার বাদ পড়েছিলেন অমিতাভ