বলিউডের ধারণা বদলে দিল 'ক্রু', প্রথম দিনেই বক্স অফিসে টাবু-কারিনা-কৃতির জোরালো আঘাত

টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ শুক্রবার মুক্তি পেয়েছেফেসবুক থেকে

নারীকেন্দ্রিক হিন্দি ছবি নাকি বক্স অফিসে সেভাবে সফলতা পায় না। তাই এখনো বলিউডকে পুরুষপ্রধান ইন্ডাস্ট্রি বলা হয়। তবে এই ধারণা কিছুটা ভাঙতে পেরেছে টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ ছবিটি। রাজেশ কৃষ্ণান পরিচালিত ছবিটি মুক্তির প্রথম দিনই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। প্রথম দিনে ব্যবসার নিরিখে নায়কপ্রধান ছবিগুলোকে পেছনে ফেলে দিয়েছে সিনেমাটি।
গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ক্রু’। এই ছবিতে টাবু, কারিনা আর কৃতিকে তিন বন্ধুর চরিত্রে দেখা গেছে। ছবিতে এই তিন নায়িকার অভিনয় দর্শকের মন জয় করেছে। টাবু, কারিনা আর কৃতির পর্দার রসায়ন প্রশংসিত হয়েছে। বিশেষ করে ছবিটির সংলাপ সবাই দারুণ পছন্দ করছেন।

মুক্তির প্রথম দিন ছবিটির আয় ২০ কোটি ৭ লাখ রুপি
ফেসবুক থেকে

অনেকে ধরেই নিয়েছিলেন, ছবিটি সেভাবে বক্স অফিসে ব্যবসা করতে পারবে না। তবে টাবু, কারিনা আর কৃতির এই ছবি সব হিসাব–নিকাশ উল্টেপাল্টে দিয়েছে। মুক্তির প্রথম দিন এই ছবির আয় ৮ কোটি ৭৫ লাখ রুপি। এটা কেবল ভারতের হিসাব, সারা দুনিয়া থেকে ছবিটির আয় ২০ কোটি ৭ লাখ রুপি।

মুক্তির প্রথম দিনে আয়ের নিরিখে চলতি বছরের সিনেমাগুলোর মধ্যে ‘ক্রু’ তৃতীয় স্থানে আছে
ফেসবুক থেকে

চলতি বছর মুক্তির প্রথম দিনে আয়ের নিরিখে ‘ক্রু’ ছবিটি শহীদ কাপুর অভিনীত ছবি ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’-কেও পেছনে ফেলে দিয়েছে। শহীদের এই ছবির নায়িকা ছিলেন আবার কৃতি শ্যানন। তাই কৃতি অভিনীত পরপর দুটি ছবি শুরুতেই বক্স অফিসে বাজিমাত করল।

টাবু, কারিনা আর কৃতির এই ছবি সব হিসাব–নিকাশ উল্টেপাল্টে দিয়েছে
ফেসবুক থেকে

মুক্তির প্রথম দিনে আয়ের নিরিখে চলতি বছরের সিনেমাগুলোর মধ্যে ‘ক্রু’ তৃতীয় স্থানে আছে। এই তালিকায় সবার শীর্ষে আছে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’ ছবিটি। মুক্তির প্রথম দিন এ ছবি আয় করেছিল ২৪ কোটি ৬০ লাখ রুপি। দ্বিতীয় স্থান দখল করে আছে অজয় দেবগন ও আর মাধবন অভিনীত ‘শয়তান’। এ ছাড়া ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’র প্রথম দিনের আয় ছিল ৭ কোটি রুপির মতো।

টাবু, কারিনা আর কৃতির পর্দার রসায়ন প্রশংসিত হয়েছে
ফেসবুক থেকে