এবার ক্রিকেট–দুনিয়ায় অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চনছবি: ইনস্টাগ্রাম

বলিউডের ময়দানে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। এবার তিনি ক্রিকেটের ময়দানে পা রাখতে চলেছেন! খেলোয়াড় হিসেবে নয়, ক্রিকেট দলের মালিক হিসেবে ময়দানে তাঁর অভিষেক হবে।
আজ সোমবার বলিউড তারকা অমিতাভ বচ্চন এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে (আইএসপিএল) মুম্বাইয়ের দলের মালিকানা কিনেছেন। তার মানে মুম্বাই ক্রিকেট দলের কাগজে–কলমে মালিক তিনি। বিগ বি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করেছেন।

‘ব্রহ্মাস্ত্র’–এর একটি দৃশ্যে অমিতাভ বচ্চন

৮১ বছর বয়সী আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমী এই অভিনেতা লিখেছেন, ‘এ এক রোমাঞ্চকর, উত্তেজনামূলক, মহৎ আর সাহসী চিন্তাভাবনা। আইএসপিএলের সূচনা স্ট্রিট প্রিমিয়ার লিগ! তাদের জন্য এক দারুণ সুযোগ, যারা রাস্তায় বা গলিতে নিজেদের পারদর্শিতা প্রদর্শন করে এসেছে। এখন সময় পেশাদার এক দলে শামিল হওয়া। আর সারা দুনিয়ার সামনে আনুষ্ঠানিক আবহে নিজের প্রতিভাকে প্রতিষ্ঠিত করা।’ অমিতাভ আরও লিখেছেন, ‘একটা নতুন দিন আর একটি নতুন কাজ...মুম্বাই দলের মালিক হিসেবে যুক্ত হওয়া আমার জন্য সম্মান আর সৌভাগ্যের বিষয়।’

আরও পড়ুন

এর আগে অক্ষয় কুমার আর হৃতিক রোশন ক্রিকেট দল কিনেছেন। অক্ষয় শ্রীনগর আর হৃতিক বেঙ্গালুরু ক্রিকেট দলের মালিক। আইএসপিএলের সঙ্গে বলিউড তারকারা যুক্ত হওয়ায় এই লিগের চাকচিক্য আরও বেড়ে গেছে।

একটি দাতব্য ক্রিকেট ম্যাচের জন্য ব্যাট হাতে মাঠে নেমেছিলেন অমিতাভ বচ্চন। ছবি: ফেসবুক

আশা করা যাচ্ছে, আইপিএলের মতোই এই ক্রিকেট লিগকে ঘিরে টানটান উত্তেজনা থাকবে। ২-৯ মার্চ প্রথম পর্বের আয়োজন করা হবে মুম্বাইতে। ১৯টি ম্যাচ খেলা হবে। কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, আর শ্রীনগর—এই ছয়টি দল টুর্নামেন্ট খেলবে। পথে–ঘাটে অনেক প্রতিভাবান ক্রিকেটারকে হরহামেশা ক্রিকেট খেলতে দেখা যায়। সেসব প্রতিভাধারীকে খুঁজে বের করে সুযোগ দেওয়াই আইএসপিএলের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন