সাইফের ওপর হামলা, মুম্বাই পুলিশের তদন্ত শেষের দিকে
বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া শরিফুল ইসলামকে আজ বুধবার আদালতে পেশ করা হয়। আজ সকালে মুম্বাইয়ের বান্দ্রার আদালতে শরিফুলকে হাজির করার পর পুলিশের তদন্ত কর্মকর্তা আদালতের কাছে আবেদন করেন, তদন্তের স্বার্থে শরিফুলকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ জন্য অতিরিক্ত আরও দুই দিনের পুলিশি হেফাজত প্রয়োজন। তবে আদালত পুলিশের এ আবেদন গ্রহণ করেননি। আদালত বলেন, অভিযুক্ত ব্যক্তি ১০ দিন ধরে পুলিশি হেফাজতে আছেন, অতিরিক্ত ২ দিনের রিমান্ড প্রয়োজন নেই। শরিফুল এই ঘটনার মূল অভিযুক্ত। মুম্বাই পুলিশ শুরু থেকেই দাবি করে আসছে, গ্রেপ্তার শরিফুল বাংলাদেশের নাগরিক।
পুলিশের তদন্ত কর্মকর্তা আদালতের কাছে আবেদন করেন, সাইফের ওপর হামলার ঘটনার তদন্ত প্রায় শেষের দিকে। মুম্বাই পুলিশের একটি দল এখন পশ্চিমবঙ্গে অবস্থান করছে। জিজ্ঞাসাবাদে শরিফুল বলেছেন, পশ্চিমবঙ্গের এক ব্যক্তির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতেন তিনি। তাঁর সে বয়ান যাচাই করতেই পুলিশ পশ্চিমবঙ্গে গেছে। এ জন্য শরিফুলকে আরও দুই দিন পুলিশি হেফাজতে রাখা প্রয়োজন।
তবে ভারতের নতুন ভারতীয় ন্যায়সংহিতা আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ১৪ দিনের বেশি পুলিশি হেফাজতে রাখার নিয়ম নেই, শরিফুল এর মধ্যেই ১০ দিন ধরে হেফাজতে আছেন। তাই বাড়তি দুই দিনের পুলিশি হেফাজতের আবেদন আদালতের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। এদিন আদালত বলেন, ‘বাড়তি দুই দিনের পুলিশি হেফাজতের প্রয়োজন নেই।’
এদিকে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ বলেছে, সাইফের ওপর হামলার ঘটনায় শরিফুল যে জড়িত ছিলেন, তার আরও প্রমাণ তাঁরা পেয়েছেন।