পুরুষদের চ্যালেঞ্জ দিতে প্রস্তুত
দক্ষিণ ভারতে বেশ নামডাক হয়েছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার। তবে বলিউডে সেভাবে এখনো জায়গা পাকা করতে পারেননি তিনি। অনেকেই ভেবেছিলেন যে ‘বাহুবলী’র চূড়ান্ত সাফল্যের পর তামান্নার জন্য বলিউডের দরজা খুলে যাবে, কিন্তু তা হয়নি। তবে মধুর ভান্ডারকরের ‘বাবলি বাউন্সার’ ছবির মাধ্যমে বাউন্সার হাঁকাতে চান অভিনেত্রী। ছবির ট্রেলারে তেমন ইঙ্গিত পাওয়া গেল।
গত সোমবার মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মুক্ত করা হয় ‘বাবলি বাউন্সার’-এর ট্রেলার। অনুষ্ঠানে তামান্না বলেন, ‘যখন প্রথম এই ছবির চিত্রনাট্য শুনি, তখন থেকেই ট্রেলার মুক্তির দিনটার জন্য অপেক্ষা করে আছি। তাই আজ আমার জীবনের অত্যন্ত বিশেষ দিন। শুরুতেই মধুর স্যারের কথা বলতে হয়। তাঁর ছবি মানেই যেন উষ্ণ আলিঙ্গন। আমি বরাবরই মধুর স্যারের ভক্ত। তাঁর মতো ঠান্ডা মাথার, হাসিখুশি পরিচালক দ্বিতীয়টি দেখিনি।’
নিজের চরিত্রের প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিতে আমি হরিয়ানি জাঠের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি হৃদয়ের খুব কাছের। কারণ, আমার ভাবি হরিয়ানি জাঠ। তাই বাবলি চরিত্রটি করতে তিনি আমাকে অনুপ্রাণিত করেছেন। শারীরিক ছাড়াও চরিত্রটির জন্য মানসিক প্রস্তুতি নিতে হয়েছে। হরিয়ানি আদবকায়দা রপ্ত করতে হয়েছে। আমি দক্ষিণের মেয়ে নই, তবু তামিল, তেলেগু ভাষা শিখে দক্ষিণিদের মন জয় করেছি। আশা করছি এবার উত্তরের মানুষের মন জয় করতে পারব।’
তামান্না আরও বলেছেন, বাবলি চরিত্রের মাধ্যমে তিনি সমাজের তথাকথিত চিন্তাধারা ভেঙে দিতে চান। সাধারণত বাউন্সারের পেশায় পুরুষদেরই দেখা যায়। তিনি পুরুষদের কাছে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান। তামান্না বলেন, ‘দর্শকদের এ ধরনের রোমাঞ্চকর চরিত্র উপহার দিতে চলেছি, আমি নিজে অত্যন্ত রোমাঞ্চিত।’
এ সংবাদ সম্মেলনে তামান্নাকে প্রশ্ন করা হয়, কোন বলিউড তারকার তিনি বাউন্সার হতে চান? মিষ্টি হেসে জবাব দেন, ‘এ রকম সুযোগ এলে আমি হৃতিক রোশন ও ভিকি কৌশলের বাউন্সার হতে চাইব।’
‘বাবলি বাউন্সার’ ২৩ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে। এটি ছাড়াও তামান্নার হাতে এখন একগুচ্ছ সিনেমা ও সিরিজ। সম্প্রতি প্রথমবারের মতো মালয়ালম সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন। হাতে আছে তিনটি তেলেগু ও দুটি হিন্দি ছবি।
শোনা যাচ্ছে, রজনীকান্তের নতুন ছবি ‘জেলার’-এ দেখা যাবে তাঁকে। বড় পর্দায় ছাড়াও ওয়েবেও নিয়মিত কাজ করছেন তামান্না। সামনে অ্যামাজন প্রাইমের সিরিজ ‘জি কারদা’য় দেখা যাবে তাঁকে।