বলিউড ২০২৩: শাহরুখ আর বলিউডের স্বমহিমায় ফেরার বছর

চলতি বছর সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমার তালিকায় রয়েছে শাহরুখ খান, প্রভাস, সানি দেওল, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সিনেমা। কোলাজ
কোভিডের পর বলিউডের অবস্থা ক্রমে খারাপের দিকে যাচ্ছিল। গত বছর তো বেশির ভাগ সিনেমাই ফ্লপ হয়েছিল। তবে ২০২৩ সালে ঘুরে দাঁড়িয়েছে বিটাউন। আর্থিক মন্দা কাটিয়ে উঠে আবার দুরন্ত গতিতে ছুটছে বলিউডের বক্স অফিস। এ ছাড়া উত্থান–পতন, বিয়ে, বিচ্ছেদ মিলিয়ে আলোচিত ছিলেন তারকারা। চলতি বছরের হিন্দি সিনেমার হালহকিকত নিয়ে লিখেছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি
শাহরুখ ও দীপিকা
ছবি: এক্স থেকে

চলতি বছরের হিন্দি সিনেমার গল্প লিখতে গেলে শুরুটা শাহরুখ খানকে দিয়েই করতে হবে। বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে তিনি যে বক্স অফিসে ঝড় তুলেছিলেন, তা অব্যাহত ছিল বছরের শেষ পর্যন্ত। সিদ্ধার্থ আনন্দের সিনেমাটি দিয়ে চার বছর পর রাজকীয় প্রত্যাবর্তন হয় অভিনেতার। এরপর ‘জওয়ান’, আর শেষ বেলায় ‘ডানকি’র মতো হিট ছবি তাঁর ঝুলিতে। এক বছরে তিন হিট দিয়ে শাহরুখ বুঝিয়ে দিলেন বলিউডের ‘কিং খান’ এখনো মাঠ ছাড়েননি। ‘পাঠান’ ও ‘জওয়ান’–এ শাহরুখকে দেখা গেছে পুরোদস্তুর অ্যাকশন হিরোর চেহারায়। রোমান্টিক তকমা ছেড়ে তাঁর নতুন রূপ লুফে নিয়েছেন দর্শকেরা।

প্রভাসের ‘সালার’ ছবিটি পরিচালনা করেছেন ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল
ফেসবুক পেজ থেকে

অবশেষে হিট
অনেকেই ধরে নিয়েছিলেন যে প্যান ইন্ডিয়া তারকা প্রভাসের ক্যারিয়ার প্রায় ডুবতে বসেছে। ‘বাহুবলী টু’র পর আর সাফল্যের মুখ দেখেননি এই দক্ষিণি অভিনেতা। অনেকেই বলেছিলেন, ‘প্রভাস ম্যাজিক’ শেষ। বলা যায়, ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’ ছবিটি ছিল তাঁর শেষ ভরসা। প্রশান্ত নীল পরিচালিত এই প্যান ইন্ডিয়া ছবির হাত ধরে অবশেষে হিটের মুখ দেখেছেন প্রভাস। শুধু তা–ই নয়, এখনো একের পর এক রেকর্ড গড়ে চলেছে ছবিটি।

আরও পড়ুন

হারানো গৌরব পুনরুদ্ধার
২০২৩ সালের হাত ধরে বলিউডের দেওল পরিবার সেই হারানো গৌরব যেন ফিরে পেয়েছে। ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ ছবিতে ধর্মেন্দ্র রীতিমতো রোমান্স করেছেন। করণ জোহর পরিচালিত এই ছবিতে শাবানা আজমির সঙ্গে তাঁর চুম্বনের দৃশ্য দারুণ সাড়া ফেলেছিল। এদিকে দেওল পরিবারের বড় পুত্র সানি দেওল ‘গদার টু’-এর মাধ্যমে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। বিগত কয়েক বছরে তিনি হিটের মুখ দেখেননি। এ ছবি সানির ক্যারিয়ারকে নতুন মোড় দিয়েছে। এদিকে ‘অ্যানিমেল’ ছবিতে মাত্র কিছুক্ষণের উপস্থিতিতেই বাজিমাত করেছেন দেওল পরিবারের ছোট পুত্র ববি।

ব্যর্থ তারকার সংখ্যাও কম নয়
চলতি বছর বলিউড তারকাদের মধ্যে সবেধন নীলমণি হলেন শাহরুখ খান। বাকি তিন তারকা সালমান খান, অজয় দেবগণ, অক্ষয় কুমারদের অবস্থা খুব একটা সুবিধার নয়। ভাইজানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি চূড়ান্ত ব্যর্থ। ‘টাইগার থ্রি’ মোটামুটি ব্যবসা করেছে।

‘টাইগার থ্রি’ ছবিতে সালমান ছাড়া আছেন ক্যাটরিনা কাইফ
ফেসবুক থেকে

অক্ষয় কুমারের অবস্থা তো আরও খারাপ। ‘সেলফি’, ‘মিশন রানীগঞ্জ’ ফ্লপ হওয়ার পর তাঁর প্রযোজিত ‘ওএমজি টু’ কেবল ভালো ব্যবসা করেছে। তবে এই ছবিতে তাঁকে অতিথিশিল্পী হিসেবে দেখা গিয়েছিল। ছবির আসল নায়ক ছিলেন পঙ্কজ ত্রিপাঠি। এদিকে অজয় দেবগণের ‘ভোলা’ ডাহা ফ্লপের তালিকায় নাম লিখেয়েছে।

‘অ্যানিমেল’ ছবির ট্রেলারের দৃশ্য। ইনস্টাগ্রাম থেকে

সহিংসতার রমরমা
আল্লু অর্জুনের পুষ্পা ছবির পর এখন সিনেমায় বিনোদন মানেই যেন ‘সহিংসতা’ আর ‘অ্যাকশন’ হয়ে দাঁড়িয়েছে। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘সালার’, ‘গদার টু’ ছবিগুলোর সাফল্য যেন সেই কথাই বলছে। এ ছবিগুলো বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। আর এই ছবিগুলো ভারতীয় ছায়াছবির ইতিহাসে নানান রেকর্ড গড়েছে। তবে পর্দায় সহিংসতা দেখানোর নিরিখে সবাইকে টপকে গেছে রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’।

‘টুয়েলভথ ফেল’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সেরা ছবি
ব্যবসার নিরিখে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘সালার’, ‘গদার টু’ ছবিগুলো সব ছবিকে ছাপিয়ে গেছে। তবে ২০২৩ সালে এমন কিছু ছবি মুক্তি পেয়েছে, যেগুলো প্রশংসা কুড়িয়েছে। মোটামুটি ব্যবসাও করেছে এ সিনেমাগুলো। এই তালিকায় রয়েছে ‘তু ঝুঠি ম্যায় মক্কার, ‘শ্যাম বাহাদুর’, ‘টুয়েলভথ ফেল’, ‘যারা হটকে যারা বাঁচকে’, ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’, ‘ড্রিম গার্ল টু’, ‘কেরলা স্টোরি’, ‘ঘুমর’, ‘ভিড়’, ‘জোরাম’, ‘ফ্যারে’, ‘সত্যপ্রেম কি কথা’, ধক ধক’ ইত্যাদি।

আশাভঙ্গ
মুক্তির আগে বেশ কিছু বলিউড ছবির বাজার ছিল রমরমা। এগুলোর মধ্যে অনেক সিনেমাই প্রত্যাশা পূরণ করতে পারেনি, বক্স অফিসে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। ‘সেলফি’, ‘ভোলা’, ‘শাহেজদা’, ‘মিশন রানীগঞ্জ’, ‘তেজস’, ‘গণপথ’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিগুলো এ বছর চূড়ান্তভাবে ব্যর্থ।

‘খুফিয়া’য় বাঁধন সহঅভিনেত্রী টাবুর সঙ্গে
ছবি: ফেসবুক

ওটিটির রমরমা
বড় পর্দার পাশাপাশি ওটিটিতে এবার অনেক সিনেমা মুক্তি পেয়েছে। যে সিনেমার অনেকগুলো ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে দর্শক–সমালোচকের কাছে। এই তালিকায় আছে ‘খুফিয়া, ‘কাঁঠাল, ‘পিপ্পা, ‘চোর নিকাল কে ভাগা’, ‘গুলমোহর’, ‘জানে জা’, ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’, ‘ফ্রাইডে নাইট প্ল্যান’, ‘অপূর্বা’, ‘লাস্ট স্টোরিজ টু’, ‘ব্লাডি ড্যাডি’, ‘টিকু ওয়েডস শেরু’, ‘মিশন মজনু’, ‘ইউ টার্ন’সহ আরও কিছু ছবি।

‘গদার টু’র দৃশ্যে আমিশা ও সানি
টুইটার

প্রসঙ্গ বিতর্ক
প্রতিবছরই বলিউডে বেশ কিছু বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে। চলতি বছরও ব্যতিক্রম ছিল না। বছরের শুরুতেই বিতর্ক দানা বেঁধেছিল শাহরুখ খানের ‘পাঠান’ ছবিকে ঘিরে। এই ছবিতে দীপিকা পাড়ুকোন এক গানের দৃশ্যে গেরুয়া রঙের বিকিনি পড়েছিলেন। বিকিনির এই রঙকে ঘিরে বিবাদ উঠেছিল তুঙ্গে। ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগ উঠেছিল ছবির নির্মাতাদের বিরুদ্ধে। প্রভাসের ‘আদিপুরুষ’ ছবিকে ঘিরে বিতর্কের ঝড় বয়ে গেছে। বিশেষ করে এই ছবির সংলাপ লিখে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন লেখক মনোজ মুন্তাসির। প্রবল চাপের মুখে পড়ে তিনি পরে সংলাপ বদল করতে বাধ্য হন। সেন্সর বোর্ড ‘ওএমজি টু’ ছবিতে ২৭টা বদল করে তবে মুক্তির অনুমতি দিয়েছিল। এত বদলের পরও শুধু প্রাপ্তবয়স্কদের জন্য ছিল এই ছবি। রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ ছবিকে ঘিরে দানা বেঁধেছিল একাধিক বিতর্ক। নগ্নতা, অন্তরঙ্গ দৃশ্য, ঝাঁজালো সংলাপ, হিংস্রতা, রক্তপাত, ছবির পরিচালকের নারীবিদ্বেষী মনোভাবসহ আরও নানা বিতর্কে জেরবার হয়েছে ছবিটি।

বিচ্ছেদের গুঞ্জন
বচ্চন পরিবারের ভাঙনের গুঞ্জন নিয়ে এ বছর বিটাউন সরগরম ছিল। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের খবর হরহামেশাই শোনা যাচ্ছিল। তবে ধীরু ভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিষেক, অমিতাভ বচ্চন আর ঐশ্বরিয়া একসঙ্গে এসে সব গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন।

ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। এএনআই

গানের তালে উত্তাল
এ বছর বেশ কিছু বলিউডি ছবির গানের তালে নেট–দুনিয়া উত্তাল হয়ে উঠেছে। ‘পাঠান’ ছবির ‘ঝুমে জো পাঠান’, জওয়ান ছবির ‘চলেয়া’ গান দুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তবে সব গানকে যেন ছাপিয়ে গেছে ‘অ্যানিমেল’ ছবির ‘জামাল কুদু’ গানটি। এই গানের তালে এখন গোটা দুনিয়া নাচছে।

‘ফরজি’তে বিজয় সেতুপতি ও শহিদ কাপুরের অভিনয় প্রশংসিত হচ্ছে
এক্স থেকে

তারকারা যখন ওটিটিতে
চলতি বছর ওটিটির আঙিনায় একঝাঁক বিটাউন তারকা পা রেখেছেন। এই তারকারা হলেন কারিনা কাপুর খান, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, শহীদ কাপুর, অনিল কাপুর, ধর্মেন্দ্র, অদিতি রাও হায়দারি, কাজল, বিজয় সেতুপতি, বরুণ ধাওয়ান, সোনম কাপুর, তারা সুতারিয়া।

অভিষেক হলো যাঁদের
অভিনয়জগতে চলতি বছরও বেশ কয়েকজন তারকাসন্তানের অভিষেক হয়েছে। এই তালিকায় আছেন শাহরুখের কন্যা সুহানা, শ্রীদেবীর কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, সালমান খানের ভাগনি আলিজেহ অগ্নিহোত্রী, পুনম ধীলনের কন্যা পালোমা, সানি দেওলের পুত্র রাজবীর, শ্বেতা তিওয়ারির কন্যা পালক। সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম ‘রকি অউর রানী কি প্রেম’ কাহানির সহপরিচালক হিসেবে বলিউডে পা রেখেছেন।

‘দ্য আর্চিজ’–এর দৃশ্য। ইনস্টাগ্রাম থেকে

ভুয়া ভিডিও–আতঙ্ক
নেট–দুনিয়ায় এখন নতুন উৎপাতের নাম ভুয়া ভিডিও। বেশ কয়েকজন বলিউড নায়িকা এর কবলে পড়েছেন। বিটাউনের এসব নায়িকা হলেন রাশমিকা মান্দানা, আলিয়া ভাট, কাজল, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া।

আলোচিত বিয়ে
২০২৩ সালে বেশ কয়েকজন বলিউড তারকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বছরের শুরুতেই অভিনেত্রী আথিয়া শেঠি বিয়ে করেছেন ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুলকে।

জাঁকালো আয়োজনে গাঁটছড়া বাঁধলেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এরপর একে একে সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি, রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া, স্বরা ভাস্কর-ফহাদ আহমেদ, রণদীপ হুদা-লিন ল্যাশরাম, আরবাজ খান-শুরা খান সাত পাকে বাঁধা পড়েছেন।

দূরের তারারা
বেশ কয়েকজন অভিনয়শিল্পী চলতি বছর প্রয়াত হয়েছেন। তবে বিটাউনের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল চিত্রনির্মাতা, পরিচালক, অভিনেতা সতীশ কৌশিকের প্রয়াণ। এ ছাড়া একে একে নীতেশ পান্ডে, জাভেদ খান আমরোহি, গুফি পেন্টাল, আদিত্য সিং রাজপুত, বৈভবি উপাধ্যায়, জুনিয়র মেহমুদসহ আরও অনেকে চিরবিদায় জানিয়েছেন।