মুক্তির দেড় মাস পরও যে চার কারণে বাড়ছে ‘পাঠান’–এর দর্শক

শাহরুখ ও দীপিকা
ছবি: ফেসবুক

বলিউডে সোনায় সোহাগা হয়ে আসা ‘পাঠান’ ঝড় এখনো বয়ে চলেছে। একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে সিনেমাটি। দর্শকদের পছন্দের ‘পাঠান’ ছয় সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলছে। যখন সিনেমাটির ব্যবসা নিম্নমুখী হওয়ার কথা, ঠিক সেই সময়ে পাঁচ সপ্তাহের চেয়ে বেশি আয় করে তাক লাগিয়ে দিয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইম, বলিউড মুভি রিভিউজ ডট.কম, পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী ‘পাঠান’-এর এই হঠাৎ আয় বাড়ার পেছনে রয়েছে চার কারণ।

‘পাঠান’ আলোচনার মধ্যেই গত ২৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘সেলফি’। কিন্তু দর্শকদের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয় অক্ষয় কুমারের সিনেমাটি। সেই সময়ে ‘সেলফি’ সিনেমাটি ‘পাঠান’–এর চেয়ে প্রতিদিন কিছুটা বেশি আয় করলেও পরে ‘পাঠান’ আয়ে আগের জায়গা ফিরে যায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুক্তির প্রথম তিন দিন গড়ে তিন কোটি রুপি আয় করলেও চতুর্থ দিন থেকে ‘সেলফি’র আয় এক কোটির ঘরে চলে আসে। সেলফি ষষ্ঠ দিন পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় থাকে। সপ্তম দিন থেকে ‘সেলফি’র আয় গড়ে এক কোটির নিচে নেমে যায়।

‘পাঠান’–এ শাহরুখ খান
ছবি: ফেসবুক

‘সেলফি’ ব্যর্থতায় ‘পাঠান’–এর আয় আবার বাড়তে থাকে। দুই দিন গড়ে দেড় কোটি করে আয় করে, যা পঞ্চম সপ্তাহের শুক্র–শনিবার থেকে ৫০ ভাগ বেশি। সিনেমাটির হিন্দি ভাষা থেকে এখন পর্যন্ত আয় ৫১৩ কোটি রুপি।
দ্বিতীয় সপ্তাহ থেকে ‘সেলফি’ ফ্লপের কাতারে নাম লেখায়। বিভিন্ন সিনেমা হল থেকে ছবিটি নামিয়ে দেওয়া হয়। এদিকে কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন অভিনীত ‘শেহজাদা’ সিনেমাটি ‘সেলফি’র আগে ১৭ ফেব্রুয়ারি মুক্তি পায়। এই সিনেমাটিও ফ্লপের খাতায় নাম লেখায়। নতুন এই দুটি সিনেমাকেই শাহরুখের ‘পাঠান’–এর সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে। সেখানে আয়ের দিক থেকে ‘পাঠান’ই জয়ী। এ ছাড়া জানা যায়, নতুন ছবি মুক্তি দিয়ে বেশি লাভের আশায় অনেক সিনেমা হল থেকে ‘পাঠান’ সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ফল হয়েছে উল্টো। সেসব হলে আবার ফিরছে পাঠান। আগের তুলনায় ‘পাঠান’–এর হল সংখ্যা বাড়ার কারণে আয় বাড়ছে।

‘সেলফি’র প্রচারে অক্ষয়
এএফপি

তৃতীয়ত, এর আগে হিন্দি ভাষায় সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ছিল ‘বাহুবলী’ সিনেমার নাম। পঞ্চম সপ্তাহের শেষে এসে সিনেমাটি ‘বাহুবলী’–কে টপকে যায়। হিন্দি ভাষার আয়ে শীর্ষে চলে যায় ‘পাঠান’। এরপর সিনেমাটি নিয়ে অনেক দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। যে কারণে সিনেমাটি নতুন করে দর্শকদের আগ্রহ তৈরি করেছে। চতুর্থ কারণ হিসেবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বলিউডে গত সপ্তাহে তেমন কোনো তারকার সিনেমা মুক্তি না পাওয়ায় দর্শকদের ভরসা এখনো ‘পাঠান’। শাহরুখ–ভক্তরা এখনো ‘পাঠান’ দেখতে হলমুখী হচ্ছেন।

‘শেহজাদা’য় কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন
ছবি: ফেসবুক

গত ২৫ জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল ‘পাঠান’। চার বছর পর ছবিটির মাধ্যমে বড় পর্দায় ফিরলেন বলিউড তারকা শাহরুখ খান। তাই ‘পাঠান’–কে ঘিরে উত্তেজনা চরমে ছিল। ছবিটির প্রদর্শনকে ঘিরে বিরোধ, দীপিকার গেরুয়া বিকিনি বিতর্কসহ নানা বাধা পার করে আজ ‘পাঠান’ ভারতীয় ছবির ইতিহাসে এক নতুন নজির সৃষ্টি করল। ‘পাঠান’ ভারতীয় বক্স অফিসে আগেই ‘বাহুবলী’-এর মতো ছবিকে টেক্কা দিয়েছে। এবার কিং খানের ছবিটি সারা বিশ্বের বুকে নতুন নজির সৃষ্টি করল। পাঠান ভারতে সবচয়ে বেশি আয় করা সিনেমার ৫ নম্বর জায়গা করে নিয়েছে। সিনেমাটির আয় ১ হাজার ২৫ কোটি রুপি। ভারতে সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় ১ নম্বরে রয়েছে ‘দঙ্গল’, পরে ‘বাহুবলী-২ ’, ‘আরআরআর’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার-২’।