এবার ব্র্যাড পিট–টম ক্রজের সঙ্গে টক্কর দেবেন রাম চরণ ও জুনিয়র এনটিআর

রাজামৌলির বহুল আলোচিত ‘আরআরআর’ ছবির একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিটি একের পর এক সাফল্যের কাহিনি লিখে চলেছে। এবার  ছবিটির দুই নায়ক রাম চরণ ও জুনিয়র এনটিআর আরও এক নজির সৃষ্টি করলেন। ক্রিটিকস চয়েস সুপার অ্যাওয়ার্ডসে এই দুই দক্ষিণি তারকা সেরা অভিনেতার বিভাগে মনোনয়ন পেয়েছেন। এবার তাঁদের জোর লড়াই হবে ব্র্যাড পিট, টম ক্রুজের মতো হলিউড তারকাদের সঙ্গে।

‘নাটু নাটু’ গানের একটি দৃশ্য

গতকাল ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের ওয়েবসাইটে মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। এই তালিকায় সেরা অভিনেতার বিভাগে রাম চরণ ও জুনিয়র এনটিআরের নাম আছে। ‘টপ গন: ম্যাভেরিক’ ছবির জন্য টম ক্রুজ ও ‘বুলেট ট্রেন’–এর জন্য ব্র্যাড পিটও মনোনয় পেয়েছেন। আগামী ১৬ মার্চ এই বিভাগসহ ক্রিটকস চয়েজের অন্য বিভাগে জয়ীদের নাম ঘোষণা করা হবে। এখন দেখার অপেক্ষা রাম চরণ ও জুনিয়র এনটিআর দুই হলিউড তারকাকে হারিয়ে সেরার মুকুট মাথায় পরতে পারেন কি না।

এদিকে আগামী ১৩ মার্চ সময় ভোরে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান শুরু হবে। অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য রাম চরণ আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন। সম্প্রতি রাম চরণকে ‘গুড মর্নিং আমেরিকা’ শো-তে অতিথির আসনে দেখা গেছে। এই জনপ্রিয় অনুষ্ঠানে ‘আরআরআর’ ছবির দূরন্ত সাফল্য প্রসঙ্গে কথা তিনি বলেছেন।

আরও পড়ুন

রাম চরণ বলেছেন, ‘আমি মনে করি পরিচালক এসএস রাজামৌলির এটা সবচেয়ে সেরা ছবির চিত্রনাট্যের মধ্যে একটি। তাঁকে ভারতের স্টিভেন স্পিলবার্গও মনে করা হয়।’ রাজামৌলি খুব শিগগির একটি আন্তর্জাতিক প্রকল্প পরিচালনা করতে চলেছেন এমন ইঙ্গিত তিনি এই অনুষ্ঠানে দিয়েছেন। রাম চরণ রাজামৌলি সম্পর্কে আরও বলেছেন, ‘আশা করি তিনি খুব শিগগির আগামী ছবির মাধ্যমে বিশ্ব সিনেমার দুনিয়ায় নিজের জায়গা করে ফেলবেন।’

‘আরআরআর’ ছবির একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয় করেছে। রাজামৌলির এ ছবিটি অস্কার ২০২৩-এর ‘বেস্ট অরিজিনাল স্কোর’ বিভাগে মনোনয়ন পেয়েছে। ‘আরআরআর’ ছবির নির্মাতারা সিনেমাপ্রেমীদের জন্য অস্কারের আগে আরও একটি খুশির খবর ঘোষণা করেছেন। আগামী ৩ মার্চ এ ছবিটি ভারতের ২০০টি হলে আবার মুক্তি পাবে। এখন থেকেই এই ছবির টিকিট বুকিং শুরু হয়ে গেছে। ‘আরআরআর’ ছবির নতুন ট্রেলারও মুক্তি পেয়েছে।

আরও পড়ুন