শহিদকে দেখে চমকে গেলেন তাঁর ভক্তরাও

‘ব্লাডি ড্যাডি’র পোস্টারে শহিদ কাপুর
ফেসবুক

রোমান্টিক নায়ক হিসেবেও পরিচিতি শহীদ কাপুরের। ইমতিয়াজ আলির সিনেমা ‘জাব উই মেট’ যে তাঁর গায়ে রোমান্টিক নায়কের তকমা জুড়ে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এরপর আরেকটি রোমান্টিক সিনেমা ‘কবির সিং’ দিয়ে দুর্দান্তভাবে ক্যারিয়ারের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করেন এই অভিনেতা। সেই শহীদকে কিনা পর্দায় দেখা গেল ধুন্ধুমার অ্যাকশন করতে। অ্যাকশন বলতে অ্যাকশন, যেন দম ফেলার ফুরসত নেই। শহীদের এই অ্যাকশন অবতার দেখে তাই চমকে গেছেন ভক্তরা।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘ব্লাডি ড্যাডি’ সিনেমায় এই ভূমিকায় দেখা যাবে ‘কবির সিং’ অভিনেতাকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার ১ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেলার। যেখানে শহীদকে নতুনভাবে পাওয়া গেছে।

এই সিনেমায় প্রথমবারের মতো সম্পূর্ণ অ্যাকশন হিরোর চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর। চরিত্রটির জন্য পরিচালকের প্রথম পছন্দও ছিলেন শহীদ। আলি আব্বাস জাফর আগে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’-এর মতো হিট সিনেমা পরিচালনা করেছেন।

শহিদ কাপুর
এএফপি

সিনেমার প্রচারণার সময় পরিচালক জানান, এই সিনেমার চিত্রনাট্য যখন তার হাতে এসেছিল, তখনই তিনি বুঝেছিলেন, এই চরিত্রের জন্য শহীদ কাপুরই যোগ্য অভিনেতা।

অ্যাকশন সিনেমায় অভিনয় প্রসঙ্গে শহীদ কাপুর মজা করে ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি বিয়ে করেছি আট বছর। অ্যাকশন দিয়ে বাসার হতাশা শুটিং সেটে দূর করি। “ফারজি” ছিল প্রস্তুতি, এবার করলাম “ব্লাডি ড্যাডি”।’

আরও পড়ুন

মাত্র ৩৬ দিনে এই সিনেমার শুটিং শেষ করেছেন পরিচালক। এ প্রসঙ্গে শহীদ বলেন, শুটিং দ্রুত শেষ হলেও শুটিংয়ে মান নিয়ে কোনো আপস করেননি পরিচালক।
সিনেমাটি ফ্রেঞ্চ ছবি ‘ন্যুট ব্লানশ’-এর অফিশিয়াল হিন্দি রিমেক। সিনেমায় শহীদ ছাড়া আরও অভিনয় করেছেন ডায়ানা পেন্টি, রাজীব খাণ্ডেলওয়াল, সঞ্জয় কাপুর প্রমুখ।

আগামী ৯ জুন ‘ব্লাডি ড্যাডি’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জিও স্টুডিওতে। শহীদ কাপুরকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘ফারজি’তে। এই সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছিল শহীদ কাপুরের। চলতি বছর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ‘ফারজি’ রেকর্ড গড়ে এখন সবচেয়ে বেশি দেখা ভারতীয় ওয়েব সিরিজ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস