‘অ্যানিমেল’ কি নারীবিদ্বেষী সিনেমা, উত্তর দিলেন তৃপ্তি
সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। তবে অন্তরঙ্গ দৃশ্য, পরিচালকের ‘নারীবিদ্বেষী’ দর্শনের কারণে প্রবলভাবে সমালোচিত হয়েছিল। ছবিটি দিয়েই সাধারণ দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি।
সেটা এতটাই যে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবির জরিপে দীপিকা পাড়ুকোন, শাহরুখ খানদের পেছনে ফেলে ২০২৪ সালের সবচেয়ে জনপ্রিয় তারকা নির্বাচিত হন। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে তৃপ্তির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে ‘অ্যানিমেল’ নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন তৃপ্তি।
২০২৩ সালে মুক্তি পায় ‘অ্যানিমেল’। বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি। তবে সাফল্যের সঙ্গে এই ছবির ভাগ্যে জুটেছিল প্রচুর সমালোচনাও। অনেকের মতেই ‘অ্যানিমেল’ উগ্র পৌরুষের আস্ফালন। কিন্তু তৃপ্তির চোখে ছবিটা ঠিক কেমন?
ফিল্মফেয়ারকে দেওয়া এক নতুন সাক্ষাৎকারে তৃপ্তি সেই বিষয়েই কথা বলেছেন। ভাগ করে নিয়েছেন, কেন তিনি চরিত্রটিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন। পাশাপাশি অভিনেত্রী এ–ও জানান, তাঁর চোখে ‘অ্যানিমেল’ কখনোই ‘নারীবিদ্বেষী’ ছবি নয়।
সাক্ষাৎকারে তৃপ্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তিনি ‘নারীবিদ্বেষী’ ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন? উত্তরে নায়িকা বলেন, ‘আমি এটাকে নারীবিদ্বেষী ছবি হিসেবে দেখিনি। সিনেমাকে এ ধরনের ট্যাগ দিতে আমি পছন্দও করি না। “বুলবুল”, “কলা” করার সময়ও কখনো ভাবিনি আমি কোনো নারীবাদী ছবি করছি। আমি চরিত্রগুলোর সঙ্গে কানেক্ট করতে পারছিলাম।
পরিচালকদের প্রতি বিশ্বাস ছিল এবং অনুভব করেছি যে আমি এটা করতে পারব। এমনকি যখন আমাকে ছবিটির প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি সন্দীপ (সন্দীপ রেড্ডি ভাঙ্গা) স্যারের সঙ্গে দেখাও করেছিলাম। তিনি আমাকে পুরো বিষয়টা, তাঁর দৃষ্টিভঙ্গিটা বুঝিয়ে বলেছিলেন। তবে তিনি আমাকে গল্প সম্পর্কে বেশি কিছু বলেননি, কেবল আমার চরিত্রটার বিষয়ে বলেছিলেন। সবটা শুনে আমি খুব রোমাঞ্চ অনুভব করেছিলাম। তাই আমি কেবল ভালো ও সুন্দর ব্যক্তির চরিত্রে অভিনয় করেছি বলেই মনে করি, যে শেষে সবার সহানুভূতিও পায়।’
এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘সন্দীপ স্যার খুব আকর্ষণীয় কিছু বলেছিলেন। তিনি জানান যে তিনি আমার চোখে দয়া কিন্তু ভেতরে একটা লক্ষ্যপূরণের ভাব দেখতে চেয়েছিলেন এই চরিত্রের মাধ্যমে। আর আমি সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছিলাম।
এখন দর্শকেরা সেটাকে কীভাবে নেবেন, সেটা দেখা আমার কাজ নয়। আমার কাছে এটা চ্যালেঞ্জিং ও আকর্ষণীয় বলে মনে হয়েছিল, তা–ই করেছি। এখন সবাই বড় ছবি করতে চায়। সেই সময় পর্যন্ত আমি এমন একজন অভিনেতা ছিলাম যে “বুলবুল”, “কলা” করেছে। আর আমার কাছে ওই ধরনের ছবিই প্রস্তাবই আসছিল। আমিও সে ধরনের ছবি করতেও পছন্দ করি। তবে ওই সময় বড় সিনেমা পাওয়াটা আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। হতে পারে আমি নতুন কিছু শিখতে পারব এবং কীভাবে বড় ছবি তৈরি হয়, তা–ও দেখতে পাব।’
তৃপ্তিকে ২০২৪ সালে একাধিক ছবিতে অভিনয় করতে করেন। ভিকি কৌশলের সঙ্গে ‘ব্যাড নিউজ’, রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি বিদ্যা কা ওহওয়ালা’ ও কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’–তে নজর কেড়েছিলেন নায়িকা। এরপর তাঁকে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ‘ধড়ক ২’-তে দেখা যাবে।