পূজা ভাটের সঙ্গে প্রেম, মার খেয়েছিলেন এই বলিউড তারকা

মহেশ ভাট কন্যা পূজা ভাটের সঙ্গে প্রেম ছিল রণবীর শোরেরকোলাজ

বলিউড অভিনেত্রী পূজা ভাটের সঙ্গে প্রেম এবং বিচ্ছেদের পর ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অভিনেতা রণবীর শোরে। এক সাক্ষাৎকারে প্রেমিকার বাবা মহেশ ভাটের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ এবং একগাদা অভিযোগ।

সিদ্ধার্থ কান্নানের কাছে নিজের পুরোনো প্রেমের অতীত ইতিহাস খুলে বলেন শেখর হোম তারকা। অভিনেতার দাবি, বিচ্ছেদের পর মারধর করা হয়েছিল তাঁকে। শুধু তা–ই করেই ক্ষান্ত হননি, তাঁকে নিয়ে মিথ্যা গল্প ফেঁদেছিলেন মহেশ ভাট।

‘সে সময় যখন আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, আমি অনুভব করেছিলাম যে তাঁর প্রতি আমার যে শ্রদ্ধা ছিল, সেটাকে উনি খারাপভাবে ব্যবহার করেছিলেন। যখন সেই ঝামেলাটা হলো তিনি আমার বাবাকে বললেন, “আমার মনে হয় আমাদের ব্যাপারটা এখানেই থামিয়ে দেওয়া উচিত। যা হয়েছে বাচ্চাদের মধ্যে।” পরদিন উনি আমার ব্যাপারে ভুল তথ্য দিলেন মিডিয়াকে। আমাকে মদ্যপ নির্যাতনকারী ব্যক্তি হিসেবে সবার কাছে প্রচার করলেন। অথচ সব মিথ্যা!’

পূজা ভাট ও রণবীর শোরে
কোলাজ

বিগ বস ওটিটি থ্রিতে দ্বিতীয় রানারআপ হওয়া তারকা আরও বলেন, ‘তার ভাই আমাকে লাঞ্ছিত করেছে। তখনকার পরিস্থিতি বিবেচনায় আমি বলতে পারি যে মহেশ ভাট আমার সঙ্গে খারাপ করেছেন। এগুলো সবই ২৫ বছরের পুরোনো গল্প, আমি এখন আর এগুলোর মধ্যে ঢুকতে চাই না।’

পূজার সঙ্গে সম্পর্কছেদের পর অভিনেত্রী কঙ্কনা সেন শর্মাকে ২০১০ সালে বিয়ে করেন রণবীর। ২০১১ সালের মার্চে ছেলের জন্ম দেন কঙ্কনা। দাম্পত্যজীবনের পাঁচ বছর পর আলাদা থাকতে শুরু করেন কঙ্কনা-রণবীর।

পূজার সঙ্গে সম্পর্কছেদের পর অভিনেত্রী কঙ্কনা সেন শর্মাকে ২০১০ সালে বিয়ে করেন রণবীর
ইনস্টাগ্রাম

২০২০ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। আলাদা হলেও ছেলের দায়িত্ব সমানভাবে পালন করেন কঙ্কনা-রণবীর।
শশীলাল নায়ারের ‘এক ছোটি সি লাভ স্টোরি’ সিনেমা দিয়ে রণবীর শোরের অভিনয়জীবন শুরু। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন মনীষা কৈরালা। এরপর ‘খোসলা কা ঘোসলা’, ‘পেয়ার কা সাইড এফেক্টস’, ‘ভেজা ফ্রাই’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘সিং ইজ কিং’, ‘আ ডেথ ইন দ্য গুঞ্জ’, ‘সোনচিড়িয়া’ এবং ‘টাইগার থ্রি’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

রণবীর শোরে
ইনস্টাগ্রাম

কিছু দিন আগে আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস থেকে অনুপ্রাণিত ক্রাইম-থ্রিলার সিরিজ শেখর হোমে অভিনয় করেছেন রণবীর শোরে। সিরিজের যৌথ পরিচালক রোহন সিপ্পি এবং সৃজিত মুখোপাধ্যায়। সিরিজে শার্লকের ভূমিকায় অভিনয় করেছেন কে কে মেনন। কীর্তি কুলহারি, রসিকা দুগ্গল এবং দিব্যেন্দু ভট্টাচার্যও আছেন সিরিজে। জিও সিনেমা স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটি।