শীর্ষ ৭-এ একমাত্র শাহরুখ, তাও শেষে

ভারতীয় বক্স অফিস বছরজুড়েই আলোচনায় ছিল। এই আলোচনার মূল কারণ হলো, কোন সিনেমাকে ছাড়িয়ে কোনটি। এ ছাড়া সিনেমার আয়ে রেকর্ড গড়ছে কে? প্রথম দিনের আয়ে সবচেয়ে বেশি এগিয়ে কোন সিনেমা। এসব আলোচনা ছিল বছরজুড়ে। এই তালিকায় দেখে নিতে পারেন, এযাবৎকালে বলিউডে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ সাতটি সিনেমা। এই তালিকা যেন বলিউডের জন্য হতাশাজনক।
১ / ৭
এস এস রাজমৌলীর সিনেমা ‘আরআরআর’ এই তালিকায় রয়েছে এক নম্বরে। সিনেমাটি প্রথম দিনই বক্স অফিস আয়ে ইতিহাস গড়ে। সিনেমাটির আয় ২২৩ কোটি রুপি।
ছবি : আইএমডিবি
২ / ৭
তালিকার প্রথম দুটি স্থানই দখল করে রেখেছেন পরিচালক রাজমৌলী। তাঁর ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এই তালিকায় রয়েছে ২ নম্বরে। সিনেমাটির প্রথম দিনের আয় ২১৪ কোটির রুপি।
ছবি : আইএমডিবি
৩ / ৭
সম্প্রতি মুক্তি পাওয়া প্রশান্ত নীলের ‘সালার’ সিনেমাটি রয়েছে এই তালিকার তিন নম্বরে। সিনেমাটির প্রথম দিনের আয় ১৬৫ কোটি রুপি।
ইনস্টাগ্রাম
৪ / ৭
প্রশান্ত নীলের আরেকটি ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার-২’। সিনেমাটির প্রথম দিনের বক্স অফিস আয় ১৬২ কোটি রুপি।
ছবি : আইএমডিবি
৫ / ৭
চলতি বছর মুক্তি পাওয়া ‘লিও’ আয়ে আলোচনা তৈরি করে। সিনেমাটির প্রথম দিনের আয়ও ছিল রেকর্ডসংখ্যক। সিনেমাটি আয় করে ১৪৮ কোটি রুপি।
ইনস্টাগ্রাম থেকে
৬ / ৭
‘বাহুবলী’ আর ‘সালার’ এরপর এ তালিকায় প্রভাস অভিনীত তৃতীয় সিনেমা ‘আদিপুরুষ’ আছে ৬ নম্বরে।
ছবি : আইএমডিবি
৭ / ৭
দক্ষিণি সিনেমার বাইরে এই তালিকায় শীর্ষ–৭–এ একমাত্র বলিউড সিনেমা ‘পাঠান’ জায়গা পেয়েছে। এ বছর আলোচনায় থাকা শাহরুখের সিনেমাটি প্রথম দিনে আয় করে ১২৯ কোটি রুপি।
ছবি : আইএমডিবি
আরও পড়ুন