কেন অভিনয় ছেড়েছিলেন এই তারকা?

সামিরা রেড্ডি। ইনস্টাগ্রাম থেকে

হিন্দি তো বটেই, তামিল–তেলেগুসহ চার ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। পেয়েছেন ভারতজুড়ে পরিচিতি। তবুও কেন অভিনয় ছাড়েন সামিরা রেড্ডি? এক দক্ষিণি তারকার সঙ্গে প্রেমের গুঞ্জনই কি তাঁর জন্য কাল হয়ে আসে? জেনে নেওয়া যাক ডিএনএ অবলম্বনে।

আরও পড়ুন

২০০২ সালে ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সামিরার। এরপর ‘ডারনা মানা হ্যায়’, ‘মুসাফির’, ‘জয় চিরঞ্জীবা’, ‘অশোক’, ‘রেস’, ‘বানানাম আরিয়াম’ ইত্যাদি সিনেমা দিয়ে পরিচিতি পান সামিরা।

২০০৬ সালে তেলেগু সিনেমা ‘নরসিমহুডু’-তে অভিনয় করেন সামিরা। সিনেমাটিতে তাঁর নায়ক ছিলেন জুনিয়র এনটিআর।

সামিরা রেড্ডি। ইনস্টাগ্রাম থেকে

পরে এই জুটির ‘অশোক’ও বক্স অফিসে সফল হয়। তবে পর্দার সফল এই জুটিকে নিয়ে প্রেমের গুঞ্জনও শুরু হয় একই সময়ে। দক্ষিণি বিভিন্ন সংবাদমাধ্যমে এনটিআর জুনিয়র ও সামিরার প্রেম নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হতে থাকে।

সেই সময়ে দেওয়া সাক্ষাৎকারে সামিরা রেড্ডি স্বীকার করেছিলেন, এনটিআরের সঙ্গে প্রেমের গুঞ্জন তাঁর পরিবারে নেতিবাচক প্রভাব ফেলেছিল।

এনটিআরের সঙ্গে সামিরা। আইএমডিবি

সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘তাঁর সঙ্গে আমার পর্দার জুটিটা দারুণ ছিল। ব্যস, এটুকুই। কিন্তু এ বিষয়কে কেন্দ্র করে যখন নানা ধরনের খবর ছড়ায়, সেটা ব্যক্তিগত জীবনে অবশ্যই প্রভাব ফেলে। আমাকে পরিবারের সদস্যদের প্রশ্নের মুখোমুখি করে।’
একই সাক্ষাৎকারে তিনি এ–ও স্বীকার করেন, সহ–অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জনের কারণেই তিনি বাধ্য হয়ে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি ছাড়েন।

তেলেগু সিনেমা ছাড়ার পর বলিউডে নিয়মিত কাজ করেছেন সামিরা, পরে দেখা গেছে মালয়ালম সিনেমাতেও। তবে সেভাবে আর সাফল্য পাননি। অনেকে মনে করেন, তাঁর ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেছে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি ছাড়ার পরই। কারণ, দক্ষিণে তাঁর সিনেমাগুলো সাফল্য পাচ্ছিল, ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন। সেখান থেকে সরে আসার পর আর কাঙ্ক্ষিত সাফল্য পাননি।
২০১৩ সালে মুক্তি পাওয়া কন্নড় সিনেমা ‘বারাধানায়াকা’ সামিরা অভিনীত বড় পর্দার শেষ কাজ।