উঁচু দাঁতের কল্যাণে ‘তারে জামিন পার’ সিনেমায় সুযোগ মিলেছিল

আট বছরের সেই ঈশান আওয়াস্তির কথা মনে আছে? তিনি ‘তারে জামিন পার’ সিনেমার মূল অভিনেতা। যাঁর সহ–অভিনেতা ছিলেন আমির খান। মনে থাকলেও তাঁকে প্রথম দেখায় হয়তো চিনবেন না। সেই ছোট্ট ঈশানের বয়স এবার ২৮-এ পড়ল। তাঁর আসল নাম দার্শিল সাফারি। আজ তাঁর জন্মদিন।

১ / ১৫
স্কুলছাত্র দার্শিল একটি নাচের দলের সঙ্গে জড়িয়ে ছিলেন। একদিন ক্লাসের ফাঁকে তিনি দেখেন, একটি পোস্টারে লেখা, দুষ্টু একটি শিশুকে খুঁজছি। তুমি সিলেক্ট হলেই আমির খানের সঙ্গে অভিনয়ের সুযোগ। সেদিনই তাঁর কাছে প্রথম মনে হয় অভিনয় করবেন
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১৫
ভাগ্যক্রমে তাঁদের নাচের ক্লাসে এসেছিলেন অমল গুপ্ত। তিনি দার্শিলকে দেখে বলেছিলেন অডিশনে যেতে। অমল ছিলেন সিনেমাটির ক্রিয়েটিভ ডিরেক্টর। পরে ভাগ্য খুলে যায় দার্শিলের। এক সাক্ষাৎকারে দার্শিল জানিয়েছেন, উঁচু ও এবড়োখেবড়ো দাঁত নিয়ে হাসি-মশকরা করতেন তাঁর বন্ধুরা। তবে দাঁতের ওই রকম আকার না থাকলে তিনি ছবিটিতে অভিনয় করার সুযোগই পেতেন না
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১৫
একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দার্শিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর নষ্ট হতে পারে। আমির খান তখন নিজেই স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন তাঁর পড়াশোনার সমস্যা হবে না
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ১৫
এক সাক্ষাৎকারে দার্শিল বলেন, ‘ব্যক্তিগত জীবনে অভিনয় থেকে দূরে থাকা সত্ত্বেও আমার জীবনে এগুলো ঘটেছে। আমার উচ্চতা, দাঁত এবং সবকিছু নিয়েই মজা করা হতো। বলা হতো, আমার দাঁতগুলো যেন এক কিলোমিটার পরপর ছিল; কিন্তু এই দাঁতের জন্যই “তারে জামিন পার”-এ অভিনয়ের সুযোগ পাই আমি। সে কারণেই এসব নিয়ে মাথা ঘামাইনি আমি।’
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১৫
আমির খান দার্শিলের পুরো শিক্ষাবর্ষের জন্য আলাদা শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করেন। শুটিংয়েও পরিবর্তন আনেন। আমির খান নিজেই দার্শিলের সব শিক্ষা ব্যয় বহন করেছিলেন। পরে দার্শিল ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ১৫
দার্শিল সাফারি ২০০৭ সালে আমির খানের কাছ থেকে একটি গেম বক্স উপহার পেয়েছিলেন। এটা ছিল তাঁর পাওয়া সেরা উপহার। সেটা তিনি এখন যত্ন করে রেখেছেন
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১৫
আমির খানের সঙ্গে অভিনয় করলেও তাঁর পছন্দের তারকা হৃতিক রোশন। তবে তিনি মনে করেন আমির খান বলিউডের কালজয়ী অভিনেতাদের একজন
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১৫
২৮ বছরের এই অভিনেতাকে সবচেয়ে বেশি শুনতে হয়, তাঁর প্রেমিকা কে? এ ছাড়া তিনি রান্না করতে পারেন কি না, মদ পান করেন কি না—এসব শুনতে হয়
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১৫
দার্শিলের প্রথম সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট। এরপর সিনেমা, স্বল্পদৈর্ঘ্য ও সিরিজে কাজ করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি। তবে তিনি পেশা হিসেবে অভিনয় নিয়েই চালিয়ে যেতে চান
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১৫
তাঁর চোখের কারণে এখনো দূর থেকে তাঁকে ঈশান নামটি শুনতে হয়। অনেকে তাঁকে এটাও বলেন, ‘আপনি “তারে জামিন পার” সিনেমার ঈশান কি না? ঈশান লাজুকভাবে তাঁদের জানিয়ে দেন, হ্যাঁ।’
ছবি: ইনস্টাগ্রাম
১১ / ১৫
ঈশানের উঁচু ও এলোমেলো দাঁতই তাঁকে নিয়ে যায় সাফল্যের চূড়ায়। এত জনপ্রিয়তা সত্ত্বেও স্কুলে এই দাঁতের জন্য কটু কথা শুনতে হয়েছে তাঁকে। নানা ধরনের অপ্রীতিকর ঘটনার মুখেও পড়তে হয়েছে ছোট্ট ছেলেটিকে
ছবি: ইনস্টাগ্রাম
১২ / ১৫
আমির খানের কন্যা ইরার বিয়েতে বহু বছর পর দেখা হয় দার্শিলের পর্দার মায়ের সঙ্গে। ‘তারে জামিন পার’-এ তাঁর মায়ের চরিত্রে অভিনয় করা টিসকা চোপড়ারও। একসঙ্গে সেলফিও তোলেন তাঁরা
ছবি: ইনস্টাগ্রাম
১৩ / ১৫
ইরার বিয়ের অনুষ্ঠানে সেজেগুজে স্যুট-বুট পরে হাজির হন ‘তারে জামিন পার’-এর ঈশান
ছবি: ইনস্টাগ্রাম
১৪ / ১৫
কিছুদিন আগে আমির খানের সঙ্গে আবার জুটি বেঁধেছেন। একটি কোমল পানীয়র বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলেছেন তিনি। নানা-নাতির বেশেই হাজির হয়েছেন আমির খান আর দার্শিল
ছবি: ইনস্টাগ্রাম
১৫ / ১৫
তারে জামিন পার’-এর মতো সামাজিক সচেতনতামূলক আরেকটি সিনেমায় হাত দিয়েছেন আমির খান। ছবির নাম ‘সিতারে জামিন পার’
ছবি: ইনস্টাগ্রাম