পরিচালক কাট বলবেন অথচ আমার চোখ খুলবে না, এভাবে একদিন চলে যেতে চাই: শাহরুখ

শাহরুখ খান। আইফার ইনস্টাগ্রাম থেকে

চলতি বছর সুইজারল্যান্ডে ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পেয়েছেন শাহরুখ খান। ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেওয়া হয় অভিনেতাকে। লোকার্নো উৎসবে ‘লোকার্নো মিটস পডকাস্ট’-এ এ কথা বলেন তিনি। সেখানে সিনেমা, নিজের ক্যারিয়ারসহ নানা প্রসঙ্গে কথা বলেন অভিনেতা। সম্প্রতি উৎসবের ইউটিউব চ্যানেলে শাহরুখের বক্তব্য প্রকাশ করা হয়েছে।

শাহরুখ খান
ছবি: এএফপি

অভিনেতার ভক্ত-অনুসারী মাত্রই শাহরুখের রসবোধ সম্পর্কে অবগত। তবে লোকার্নো উৎসবে এ নিয়ে কিছুটা উষ্মাই প্রকাশ করেন তিনি। শাহরুখ বলেন, ‘আমার মধ্যে একটা সহজাত রসবোধ আছে। আমি মানুষকে হাসাতে পারি। কিন্তু আজকাল মনে হয়, এটি অনুপযুক্ত সময়। তাই আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, আমার টিম আমাকে সব সময় বলে, মানুষ নাকি আমার রসবোধ বোঝে না।’

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অভিনেতা আরও বলেন, ‘এখন মানুষ খুব সংবেদনশীল হয়ে উঠেছে। আপনি কিছু বলবেন, মানুষ তার অন্য অর্থ করে বিরক্ত হবে। তাই বলব, খুব বেশি সেন্স অব হিউমার না থাকাই ভালো।’

‘জওয়ান’–এ শাহরুখ
ভিডিও থেকে নেওয়া

অনুষ্ঠানে শাহরুখ আরও বলেন, বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করতে চান তিনি। রোমান্স দিয়ে বলিউডে নিজের ছাপ রেখে যাওয়া অভিনেতা অ্যাকশন ঘরানায় নিজেকে প্রমাণ করেছেন ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো ছবি দিয়ে। তবে ‘কিং খান’ লোকার্নোর মঞ্চে জানান, এরপর তিনি কমেডি ও হরর ছবিতে অভিনয় করতে চান। তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি মনে করি কমেডি খুব কঠিন। এটি এমন একটা ব্যাপার, যেখানে বেশির ভাগ অভিনেতা ব্যর্থ হয়েছেন। আমিও ব্যর্থ হয়েছি।’

অনুষ্ঠানে ব্যক্তিগত আরও নানা বিষয়ে কথা বলেছেন বলিউড বাদশাহ, যার মধ্যে ছিল অবসর ভাবনা বা মৃত্যুচিন্তাও। শাহরুখ খান অকপটে জানিয়েছিলেন নিজের বিশেষ ইচ্ছার কথা। তাঁর আশা, অভিনয় করতে করতেই যেন তাঁর মৃত্যু হয়। অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত লাইট, ক্যামেরা এবং অ্যাকশন শুনতে চান শাহরুখ। তিনি বলেন, ‘জীবনের শেষ সময় পর্যন্ত অভিনয় করে যেতে চাই। কোনো দৃশ্য শেষ হয়ে যাওয়ার পর পরিচালক যখন কাট বলবেন, অথচ আমার চোখ খুলবে না। সেটাই চাই আমি।’

শাহরুখ খান
ইনস্টাগ্রাম থেকে

শাহরুখ জানান, ‘সত্যি কথা বলতে, জীবনের সব আনন্দ আমি অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি, এই কাজটা করেই সবচেয়ে বেশি আনন্দ পাই।’ অভিনেতা বলেন, ‘আমি যদি ২ মিনিটের জন্য তোমায় বিনোদন দিতে পারি, সেটা ভালোবাসা। কিন্তু যদি আমি ৫০ বছর ধরে কাউকে, কোনো জিনিসকে ভালোবাসি, সেটা অভিনয়। আমি যদি ৩০ সেকেন্ডের জন্য কাউকে বিনোদন দিতে পারি, সেটা ক্রিয়েটিভিটি।’

আরও পড়ুন

আদতে শাহরুখ বোঝাতে চেয়েছেন মানুষকে বিনোদন দিতে পারলেই আনন্দ পান তিনি। সে কারণে সেটেই যাতে তাঁর মৃত্যু ঘটে।

গেল বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র মতো সিনেমা দিয়ে দারুণ এক ঝড় তুলেছিলেন বক্স অফিসে। এরপর পর্দায় দেখা যায়নি তাঁকে। যদিও বড় বড় অনুষ্ঠান আর আম্বানিদের বিয়ের আসরেও উপস্থিত ছিলেন শাহরুখ। সামনে শাহরুখ খানকে দেখা যাবে ‘দ্য কিং’ সিনেমায়। যেখানে বাবার সঙ্গে পর্দা ভাগ করবেন মেয়ে সুহানা খানও। সিনেমার পরিচালক সুজয় ঘোষ। ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে কিং খানের নতুন সিনেমা ‘দ্য কিং’।