২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দেওয়ালিতে রণবীর, আলিয়ার নতুন শুরু

আলিয়া ভাট ও রণবীর কাপুর। এএফপি

আবেগের বাড়ি বললেও ভুল হয় না। বাড়িটি ছিল আদতে রাজ কাপুরের বাংলো। সেটিকেই নতুন করে সাজিয়ে নিয়েছেন নাতি রণবীর কাপুর। অবশেষে এই স্বপ্নের বাড়িতে নতুন শুরু করতে যাচ্ছেন আলিয়া-রণবীর দম্পতি। খবর নিউজ ১৮-এর

এই নতুন বাড়িতে ওঠা নিয়ে রীতিমতো রোমাঞ্চিত আলিয়া ও রণবীর। বিশেষ করে পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত এ বাড়িতে বাস করা হবে রণবীরের জন্য বিশেষ কিছু। অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে।

রণবীর কাপুর ও আলিয়া ভাট। ইনস্টাগ্রাম থেকে

আগামী মাসের শুরুতে দেওয়ালি উৎসবেই এ বাড়িতে থাকতে শুরু করবেন এই তারকা দম্পতি।

নতুন বাড়ির নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। নতুন বাড়ির ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়েছে। বহুদিন ধরে এই সূচনার জন্য অপেক্ষা করেছিলেন আলিয়া ও রণবীর।

আরও পড়ুন

আগেই শোনা গিয়েছিল, রাহাকে সঙ্গে নিয়ে নতুন বাড়িতেই দেওয়ালি পালন করবেন তাঁরা। সেই পরিকল্পনাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র বলেছিল, এই বাংলোর সঙ্গে পরিবারের সবার আবেগ জড়িয়ে আছে। তাই বাড়ি তৈরির কাজে তাঁরাও জড়িয়ে ছিলেন। আলিয়া ও রণবীর ব্যস্ততার মধ্যেও নিজেরা গিয়ে বাড়ির কাজ কতটা এগিয়েছে, দেখে আসতেন।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলিয়ার ছবি ‘জিগরা’। বক্স অফিসে সেভাবে সফল না হলেও প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। অন্যদিকে তাঁর হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ছবিতে রয়েছেন রণবীর কাপুরও।