প্রথম ছবি থেকে বাদ পড়েছিলেন এ অভিনেতা

সত্তরের দশকের রোমান্টিক বলিউড নায়ক অমল পালেকর। মধ্যবিত্ত শ্রেণির নিপাট সাধারণ তরুণ মুখ হয়ে বারবার পর্দায় হাজির হয়েছিলেন। বহু হিট ছবি দিয়েছেন হিন্দি সিনেমাকে। আজ এ অভিনেতার জন্মদিন। জন্মদিনে ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত ছবিসহ রইল তাঁর সম্পর্কে কিছু তথ্য
১ / ১০
‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধা’, ‘চিতচোর’-এর মতো ছবি দিয়ে দর্শকের হৃদয় ছুঁয়েছেন তিনি।
২ / ১০
তিনি মুম্বাইয়ের স্যার জে জে স্কুল অব আর্টসে ফাইন আর্টসের ছাত্র ছিলেন। চিত্রশিল্পীর ক্যারিয়ার শুরু হয় তাঁর। তিনি সাতটি একক চিত্র প্রদর্শনী করেন এবং অনেক দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
৩ / ১০
তিনি ভারতে আভান্ট গার্ডের থিয়েটারে সক্রিয় ছিলেন। ১৯৬৭ সাল থেকে তিনি একজন অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে মারাঠি ও হিন্দি থিয়েটারে সক্রিয় ছিলেন।
৪ / ১০
চলচ্চিত্র ক্যারিয়ারের শুরুতেই হোঁচট খেতে হয় অমলকে। প্রথম ছবির কথাবার্তা চূড়ান্ত হয়ে যাওয়ার পরও ছবি থেকে বাদ পড়তে হয় তাঁকে।
৫ / ১০
১৯৭২ সালে ‘পিয়া কা ঘর’ ছবিতে পরিচালক বাসু চট্টোপাধ্যায় তাঁকে মুখ্য চরিত্রে নির্বাচন করেন। ছবিতে ছিলেন জয়া বচ্চনও। প্রস্তাব পেয়ে পরিচালককে সঙ্গে সঙ্গেই সম্মতি জানিয়েছিলেন অমল।
৬ / ১০
কিন্তু অমল ‘উদ্ধত’, শুধু এই অভিযোগে ছবি থেকে বাদ দেওয়া হয় তাঁকে। ছবির প্রযোজক ছিল রাজশ্রী প্রোডাকশনস, যার দায়িত্বে তখন ছিলেন তারাচাঁদ বরজাতিয়া। অমলের দাবি ছিল, পরিচালকের সঙ্গে সব কথাবার্তা হয়ে যাওয়ার পর লাইনে দাঁড়িয়ে তিনি প্রযোজকের সঙ্গে দেখা করতে পারবেন না।
৭ / ১০
সেদিন তাঁর কথা শুনে পরিচালক হকচকিয়ে যান। বাসু বলেন, ‘ক্যারিয়ার শুরুই হলো না, এখনই তুমি এত উদ্ধত!’ অমল জানান, তিনি এ রকমই। তাঁর কথায়, ‘স্বাভাবিক কারণেই শেষ অবধি ছবিটা আমি করতে পারিনি, অনিল ধাওয়ানকে নেওয়া হয় “পিয়া কা ঘর”-এ।’
৮ / ১০
শুধু অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবেও নাম করেছেন অমল পালেকর।
৯ / ১০
১৯৮৬ সাল থেকে তিনি অভিনয় ছেড়ে পরিচালনায় মন দেন। প্রায় ২৫টির কাছাকাছি ছবির পরিচালনা করেছেন তিনি
১০ / ১০
২০১০ সালে অমল পালেকরকে দেখা গিয়েছিল বড় পর্দায়, ছবির নাম ছিল ‘অ্যান্ড ওয়ানস অ্যাগেইন’। ছবিতে দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত, রজত কাপুর ও অন্তরা মালি।