অন্তরঙ্গ দৃশ্যে রাজি না হওয়ায়...

অভিনয়শিল্পী অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তিতে ভোগেন। কোলাজ

পর্দায় নানা ধরনের চরিত্রে দেখা যায় অভিনয়শিল্পীদের। কখনো গল্পের প্রয়োজনে আসে অন্তরঙ্গ দৃশ্য। অনেক অভিনয়শিল্পীদের এ ধরনের দৃশ্য নিয়ে ছুঁতমার্গ নেই, কেউ কেউ আবার অস্বস্তিতে ভোগেন। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে জেনে নেওয়া যাক এমন ছয় অভিনয়শিল্পীর কথা, যাঁরা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েন।

ম্রুণাল ঠাকুর। ইনস্টাগ্রাম থেকে

ম্রুণাল ঠাকুর
সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃণাল ঠাকুর জানান, তাঁর মা-বাবা পর্দায় চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে আপত্তি জানাতেন। সেই আপত্তি ও পারিবারিক মূল্যবোধ তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। মৃণাল বলেন, ‘আমি নিজেও রাজি ছিলাম না। তবে একটা সময় এসে ভাবলাম, আমি আর কত দিন না বলতে পারব?’ অভিনেত্রী জানান, অন্তরঙ্গ দৃশ্যে রাজি না হওয়ায় সিনেমা থেকেও বাদ পড়েন তিনি। তবে কোন সিনেমা, সেটা জানাননি।

প্রিয়াঙ্কা চোপড়া
ক্যারিয়ারের শুরুর দিকে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। তাঁর মা মধু চোপড়া এক সাক্ষাৎকারে জানান, প্রিয়াঙ্কা এমন অনেক সিনেমা ছেড়ে দিয়েছেন, যেখানে তাঁকে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে হবে। একবার এক পরিচালক অভিনেত্রীকে বলেন, তাঁকে অন্তর্বাস পরে একটি দৃশ্যে থাকতে হবে—কারণ, না হলে দর্শক দেখবে না! প্রিয়াঙ্কা সেই সিনেমা ছেড়ে দেন।

প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রাম থেকে

র‍্যাচেল বিলসন
হলিউড অভিনেত্রী র‍্যাচেল বিলসন ছিলেন একসময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন তারকাদের একজন। তবে নগ্ন দৃশ্যে না করার সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে কমে যায় তাঁর সিনেমার কাজ। ‘প্লেবয়’ সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভালো সিনেমা বানাতে গিয়ে সব সময় নগ্নতা বা খোলামেলা দৃশ্য দেখাতে হবে, এমন নয়।’ ক্যারিয়ারে মন্দা এলেও তিনি সিদ্ধান্তে অটল ছিলেন।

সোনাক্ষী সিনহা
চুম্বন বা বিকিনি পরিহিত কোনো দৃশ্যে কাজ করবেন না—এই শর্ত চুক্তিপত্রেই লিখিয়ে রাখেন সোনাক্ষী সিনহা। মুম্বাই মিররকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পরিচালকেরা জানেন আমি এমন দৃশ্যে স্বাচ্ছন্দ্য নই।

আরও পড়ুন

যদি তাঁদের সিনেমায় এসব দরকার হয়, তাহলে তাঁরা অন্য কাউকে নিতে পারেন। আমার এতে কোনো আপত্তি নেই।’ অভিনেত্রী জানান, নিজের সিদ্ধান্তে অটল থাকায় অনেক সিনেমার চিত্রনাট্য পছন্দ হলেও অভিনয় করেননি তিনি।

সোনাক্ষী সিনহা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নীল ম্যাকডোনাফ
হলিউড অভিনেতা নীল ম্যাকডোনাফ পর্দায় তাঁর সহ-অভিনেত্রীর সঙ্গে চুম্বন করতে রাজি না হওয়ায় একবার তাঁকে সিনেমা থেকেই বাদ দেওয়া হয়। নিজের স্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে তিনি সব সময় পর্দায় অন্তরঙ্গ দৃশ্য করতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। এমনকি এক টেলিভিশন সিরিজ থেকেও তাঁকে বাদ দেওয়া হয়। শোনা যায়, এই সিদ্ধান্তের কারণে তাঁকে দীর্ঘ সময় ‘কালো তালিকাভক্ত’ থাকতে হয়েছে।