প্রেমের ছবিতে নজর

‘কাঠপুতলি’ ছবিতে স্কুলশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন রাকুল
ছবি : সংগৃহীত

কখনো বিমানচালক, কখনো স্কুলশিক্ষক, কখনো আবার বিজ্ঞানীর ভূমিকায় দেখা গেছে অভিনেত্রী রাকুল প্রীত সিংকে। নতুন নতুন চরিত্রে নিজেকে প্রমাণের সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। আগামী দিনে আরও নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে চান এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
রাকুলকে সর্বশেষ দেখা গেছে ‘কাঠপুতলি’ ছবিতে। রঞ্জিত তিওয়ারি পরিচালিত ছবিটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে। রহস্য-রোমাঞ্চধর্মী ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধেছিলেন রাকুল। ছবিতে তিনি স্কুলশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন।

রাকুল প্রীত সিং
ছবি: ইনস্টাগ্রাম

ছবির প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে তিনি কোন ধরনের চরিত্রে অভিনয় করতে চান। তিনি বলেন, ‘আমি দক্ষিণ ভারতে ইতিমধ্যে বিভিন্ন ঘরানার ছবিতে কাজ করেছি। সেই সুযোগে নতুন নতুন চরিত্রে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়েছি। এখন এই বলিউডে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুত।’

আরও পড়ুন

ভারতে ইদানীং খেলোয়াড়দের অনেক বায়োপিক হলেও রাকুলের এখনো এ ধরনের সিনেমায় অভিনয়ের সুযোগ হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে এমন কিছু দারুণ গল্প আছে, যা জীবনীমূলক ছবির মাধ্যমে পর্দায় তুলে ধরা যায়। কখনো সুযোগ এলে স্পোর্টস বায়োপিকে কাজ করব। তবে আমি প্রেমের ছবিও খুব পছন্দ করি। তাই রোমান্টিক ছবিতে কাজ করার খুব ইচ্ছা আছে। কারণ, এখনো রোমান্টিক ছবিতে নিজেকে অন্বেষণের সুযোগ পাইনি। তবে বলিউড–যাত্রা তো সবে শুরু। লম্বা পথ চলা বাকি।’

রাকুল প্রীত সিং
ছবি : ইনস্টাগ্রাম

রাকুলের মতে, প্রতিটি ছবিই অভিনয়শিল্পীদের জন্য একটা অভিজ্ঞতা। যে চরিত্রেই সুযোগ পান, তাতে কিছু না কিছু শেখার থাকা। ‘কাঠপুতলি’র উদাহরণ দিয়ে অভিনেত্রী বলেন, ‘ছবিতে আমি স্কুলশিক্ষক। এই চরিত্রের মাধ্যমে আমি ইশারা ভাষা শেখার সুযোগ পেয়েছি। এ রকম নানা কিছু শিখেছি প্রতিটি ছবিতেই। এ পর্যন্ত নিজের চলচ্চিত্র-ভ্রমণে আমি খুবই সন্তুষ্ট।’

রাকুল প্রীত সিং
ছবি : ইনস্টাগ্রাম

মুক্তির পর ‘কাঠপুতলি’ দর্শক-সমালোচক কারও সেভাবে মন ভরাতে পারেনি। অনেকের মতে, থ্রিলারধর্মী ছবিতে অক্ষয় ও রাকুলের রোমান্স গল্পের ছন্দপতন ঘটিয়েছে। এ ব্যাপারে রাকুল বলেন, ‘আমরা পারিবারিক ছবি বানিয়েছি। অনেক দর্শক রোমান্স, গান, নাচ উপভোগ করেছেন। ভারতীয় ছবিতে এসব মসলা তো থাকেই। যদি তেলেগু ছবির কথা বলেন, সেখানেও কিন্তু ভরপুর মসলা আছে। মানুষ বিনোদন চায়। বিশেষ করে গত কয়েক বছরে আমরা অনেক কঠিন সময় দেখেছি। তাই একটু বিনোদন থাকলে মানুষ শ্বাস নিতে পারে, পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারে।’

আরও পড়ুন