জিনাত আমানের বায়োপিকে দেখা যাবে এই বাঙালি কন্যাকে
সত্তর ও আশির দশকে হিন্দি ছবির দুনিয়ায় রীতিমতো দাপট দেখাতেন অভিনেত্রী জিনাত আমন। সাহসী পোশাকের কারণে বারবার চর্চায় উঠে আসতেন বিটাউনের এই লাস্যময়ী নায়িকা। হাজার হাজার তরুণের হৃদয়ে বাস করতেন তিনি।
বিটাউনের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমনকে নিয়ে এক আত্মজীবনীমূলক ছবি নির্মাণ করতে চলেছেন রাজীব চৌধুরী। এই ছবির নাম থেকে অভিনেত্রীর নামও ফাঁস করেছেন রাজীব।
সত্তর ও আশির দশকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন জিনাত আমন। তাঁর ঝুলিতে আছে ‘হরে রামা হরে কৃষ্ণা’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘ইয়াদোঁ কি বরাত’, ‘দোস্তানা’র মতো আরও অনেক হিট ছবি।
দীর্ঘদিন অন্তরালে ছিলেন জিনাত। বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রকাশ করেছেন তিনি।
ইতিমধ্যে নেট-দুনিয়ায় তাঁর অনুসারীর সংখ্যাও কম নয়। কিছুদিন আগে খবর রটে, জিনাত আমানের জীবনের ওপর একটি ছবি নির্মাণ হতে চলেছে।
এবার এই ছবির নাম আর অভিনেত্রীর নাম জানা গেছে। রাজীব চৌধুরী এই ছবির মাধ্যমে জিনাতের জীবনের নানা অকথিত অধ্যায় তুলে ধরবেন বলে জানা গেছে।
এই ছবির নাম রাখা হয়েছে ‘শক: দ্য ডাউট’। জানা গেছে, রাজীবের এই ছবিতে জিনাতের ভূমিকায় দেখা যাবে বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষকে। পায়েল সম্প্রতি জানিয়েছেন, ‘জিনাত আমানের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। জিনাত আমান বলিউডের সেই সব অভিনেত্রীর একজন, যিনি কখনো পুরোনো হতে পারেন না। আজও সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ তাঁর কথা পড়েন, আর শোনেন। উনি চিরসবুজ অভিনেত্রী।’