বলিউডে শুরু, দক্ষিণে সাফল্য
ছয় বছরের ক্যারিয়ারে নিধি আগরওয়ালের ঝুলিতে মাত্র নয়টি ছবি। এর মধ্যে একটি আবার এখনো মুক্তি পায়নি। হিন্দি ছবি দিয়ে অভিনয়ের হাতেখড়ি হলেও পরে তামিল, তেলেগু ছবির দুনিয়ায় ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিধি।
সদ্য মুক্তি পেয়েছে নিধি অভিনীত তামিল ছবি ‘কালাগা থালাইভান’। অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিটিতে তাঁর নায়ক উদয়ানিধি স্ট্যালিন। ছবিটি দর্শকদের থেকে ভালো সাড়া পাচ্ছে। নিধিকে উজাড় করে ভালোবাসা জানাচ্ছেন সবাই। ভক্তদের ভালোবাসা সম্পর্কে এই দক্ষিণি নায়িকা বলেছেন, ‘ভ্যালেন্টাইন ডের উপহার হিসেবে তেলেগু আর তামিল অনুরাগীরা আমার একটা মূর্তি আমাকে উপহার দিয়েছিলেন। যদিও এটা একটু বেশি বাড়াবাড়ি ছিল। তবে সত্যি বলতে, উপহারটা পেয়ে আমি দারুণ খুশি হয়েছিলাম। তাঁরা আমাকে ভালোবাসেন বলেই না এ রকম একটা উপহার দিয়েছিলেন। এটা তাঁদের ভালোবাসারই উদাহরণ। যেখানে ভালোবাসা ভরপুর, সেখানে কোনো কিছুতেই অন্যায় নেই বলে আমি মনে করি। প্রায় ২ কোটি ৬০ লাখ ভক্ত আমার ইনস্টাগ্রাম পেজ অনুসরণ করেন। আর এর মূল কারণ শুধুই ভালোবাসা।’
জীবনের ভালো–মন্দ সব পর্যায়েই ইতিবাচক থাকার চেষ্টা করেন নিধি। এই তরুণ অভিনেত্রীর মতে, ‘প্রত্যেকের মনে ভালো এবং মন্দ—দুই ধরনের চিন্তাই আসে। ভালোটাকে গ্রহণ করুন আর খারাপটাকে বর্জন করুন। আমি সব সময় ইতিবাচক আর ভালোটাকে গ্রহণ করি। তেমনি ভালোবাসার ক্ষেত্রে সফলতা আর ব্যর্থতা—দুই-ই আসতে পারে। ভুল ধারণার কারণে একসময় আমি অনেক ভুগেছি। কিন্তু এখন আমি অভিজ্ঞ নারী।’
২০১৭ সালে টাইগার শ্রফের হাত ধরে ‘মুন্না মাইকেল’ ছবির মাধ্যমে নিধির বলিউডে অভিষেক হয়েছিল। এ ছবির অন্য মূল চরিত্রে ছিলেন বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকী। এরপর আর কোনো বলিউড ছবিতে নিধিকে দেখা যায়নি। এর পরের বছর সব্যসাচীর মাধ্যমে তেলেগু চলচ্চিত্রের দুনিয়ায় অভিষেক। এ ছবিতে ছিলেন নাগা চৈতন্য আর মাধবনের মতো তারকা।
ক্যারিয়ারের শুরু থেকে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে নিধির তুলনা টানা শুরু হয়। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অভিনয়জগতে আসার পর থেকে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে আমার তুলনা করা হয়। অনেকে বলেছেন যে আমার চোখ দুটো তাঁর মতো। আমি ঐশ্বরিয়া রাইকে ভীষণ পছন্দ করি। ‘দেবদাস’সহ তাঁর বাকি ছবিগুলো আমি দারুণ পছন্দ করি। তাঁর ব্যক্তিত্ব সত্যিই প্রশংসনীয়।’