হিট নায়িকা থেকে বিতর্কের কেন্দ্রে, এই অভিনেত্রী সম্পর্কে কতটা জানেন

শুরুটা যেন হয়েছিল ঝড়ের বেগে। প্রথম সিনেমাই সুপারহিট, চলতি শতকের শুরুতে মুক্তি পাওয়া সেই রোমান্টিক সিনেমাটি দিয়ে বনে যান হাজারো তরুণদের স্বপ্নের রানি। কিন্তু কে জানত, পূর্বাভাস সব সময় সত্যি হয় না। প্রথম ছবি সুপারহিট হওয়ার পরেই তাঁর গড়পড়তা ক্যারিয়ার নিয়ে ভক্তরা প্রায়ই আক্ষেপ করেন। আজ ৯ জুন সেই অভিনেত্রীর জন্মদিন। ইন্ডিয়ান এক্সপ্রেস, বলিউড হাঙ্গামা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সেই অভিনেত্রী সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য-

১ / ১২
১৯৭৫ সালের ৯ জুন মুম্বাইয়ে জন্ম তাঁর। আজ তাঁর ৫০ পূর্ণ হলো। এই অভিনেত্রী আর কেউ নন আমিশা প্যাটেল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কার্যক্রমে আগ্রহ। মাত্র পাঁচ বছর বয়স থেকে ভরতনাট্যম শিখতে থাকেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
বাবা অমিত ও মা আশার নাম যুক্ত করে তাঁর নাম রাখ হয় আমিশা। মুম্বাইয়ে পড়াশোনা শেষে তিনি যুক্তরাষ্ট্রে যান বায়োজেনেটিকে উচ্চতর ডিগ্রি নিতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
ভারতে ফেরার পর যুক্ত হন মঞ্চনাটকে। এ সময় মুম্বাইয়ে মঞ্চস্থ হয় তাঁর অভিনীত বেশ কয়েকটি নাটক। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
হিন্দি সিনেমায় আমিশা প্যাটেলের শুরুটা হয় স্বপ্নের মতো। ২০২০ সালে রাকেশ রোশনের সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’ দিয়ে তাঁর ও হৃতিক রোশনের অভিষেক হয়। আইএমডিবি
৬ / ১২
প্রথম সিনেমা সুপারহিট। এ সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পান আমিশা। আইএমডিবি
৭ / ১২
এরপর একে একে ‘গদার: এক প্রেম কথা’, ‘ইয়ে জিন্দেগি কা সফর’, ‘আপ মুঝে আচ্ছা লাগনে লাগা’, ‘হামরাজ’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন। এসব সিনেমা দিয়ে কমবেশি আলোচনায় ছিলেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
২০০৩ সাল থেকে ধীরে ধীরে গতিমন্থরতায় ভুগতে থাকে আমিশার ক্যারিয়ার; একের পর এক ছবি ফ্লপ হয়। এ সময় সিনেমার বাইরে ব্যক্তিগত নানা বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। আমিশার ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
আমিশাকে নিয়ে বিতর্কের শুরু বিক্রম ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন দিয়ে। বলা হয় ‘আপ মুঝে আচ্ছা লাগনে লাগে’ সিনেমার সময় তাঁর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই খবর তখন বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশের পর সাংবাদিকের সঙ্গে আমিশার একচোট বেধে যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
এরপর নিজের পরিবারের সঙ্গে বিতর্কে জড়ান আমিশা। বাবা অমিত প্যাটেল মেয়ের সব আর্থিক ব্যাপার-স্যাপার দেখভাল করতেন। একটা সময় আমিশা বাবার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে ১২ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
এমন নানা বিতর্কে আমিশার ক্যারিয়ার যখন প্রায় শেষ তখন তিনি প্রবলভাবে ফিরে আসেন ‘গদার ২’ সিনেমা দিয়ে। ২০২৩ সালের সিনেমাটি বক্স অফিসে ৬০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। আইএমডিবি
আরও পড়ুন
১২ / ১২
অনেকে ভেবেছিলেন ‘গদার ২’ দিয়ে আমিশার ‘নতুন শুরু’ হবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। তাঁর অবিশ্বাস্য কিছু না হলেও এখন আবার আমিশার জন্য ঘুরে দাঁড়ানো অনেক বড় চ্যালেঞ্জ। আইএমডিবি