‘ক্রু’র দাপট চলছেই, ঈদে অক্ষয়ের সামনে ম্লান অজয়

বলিউডে চলছে ‘ময়দান’, ‘ক্রু’ এবং ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’কোলাজ

এবারের ঈদে ছিল না খানদের কোনো ছবি। ঈদে এ বছর ছায়াছবির ময়দানে মুখোমুখি হয়েছিলেন দুই সুপারস্টার অজয় দেবগন ও অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল অজয়ের ‘ময়দান’ এবং অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। তবে বক্স অফিসের দৌড়ে শুরুতেই অজয়কে টেক্কা দিয়েছেন অক্ষয়। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিটি বক্স অফিসের দৌড়ে ‘ময়দান’-এর থেকে অনেকটাই এগিয়ে আছে।
আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিটিকে ঘিরে আলাদা আগ্রহ ছিল দর্শকের। প্রাথমিক বক্স অফিস ফলাফলও তা–ই বলছে। সিনেমাপ্রেমীরা যেন খোলামনে স্বাগত জানিয়েছেন অক্ষয় ও টাইগারকে। বিশেষ করে অক্ষয়কে অ্যাকশন দৃশ্যে দেখে তাঁর ভক্তরা আরও রোমাঞ্চিত। আলী আব্বাসের এই ছবিতে বিনোদনের সব মসলা থরে থরে সাজানো আছে। অ্যাকশনের পাশাপাশি রোমান্স, কমেডি, ড্রামা, থ্রিলার—সবকিছুই ধরা পড়েছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে। তবে এ ছবির অন্যতম সেরা আকর্ষণ দক্ষিণি তারকা পৃথ্বীরাজ সুকুমারন।

আলী আব্বাসের এই মসলা ছবিতে ভিলেনের চরিত্রে দেখা গেছে তাঁকে। অনেকের মতে, অভিনয়ের দৌড়ে অক্ষয়, টাইগারকে টেক্কা দিয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে এই তিন তারকা ছাড়া আছেন সোনাক্ষী সিনহা, রণিত রায়। ছবিটি মুক্তির প্রথম দিন সব ভাষা মিলিয়ে ১৫ দশমিক ৫ কোটি ব্যবসা করেছে। আর বৈশ্বিক বক্স অফিস থেকে এ ছবির আয় ৩৬ দশমিক ৩৩ কোটি। তবে চলচ্চিত্র সমালোচকেরা অক্ষয়ের এই ছবিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।

‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবির প্রচারে পৃথ্বীরাজ, মানুষ
এএনআই

এদিকে অজয় দেবগন ও প্রিয়ামণি অভিনীত ‘ময়দান’ ছবিটি দর্শকের মন জয় করেছে। চিত্রসমালোচকদের প্রশংসা কুড়িয়েছে অমিত শর্মা পরিচালিত এই ছবি। দারুণভাবে প্রশংসিত হয়েছে অজয় ও প্রিয়ামণির অভিনয়।

ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনী অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে। এর পাশাপাশি ভারতীয় ফুটবলের সোনালি এক অধ্যায়কে ‘ময়দান’-এ তুলে ধরা হয়েছে।

অজয় দেবগন ও প্রিয়ামণি অভিনীত ‘ময়দান’ ছবিটি দর্শকের মন জয় করেছে

এ ছবিতে গজরাজ রাও ও রুদ্রনীল ঘোষের অভিনয় সবার নজর কেড়েছে। দুর্দান্ত চরিত্রায়ণ, টান টান চিত্রনাট্য, দেশপ্রেম, উত্তেজনা, দুরন্ত অভিনয়, ভরপুর আবেগ, ফুটবল—এত কিছু থাকা সত্ত্বেও ফিল্মি ময়দানে বাণিজ্যিক বিবেচনায় ‘ময়দান’ শুরুতেই ব্যর্থ। ছবিটি দেশি বক্স অফিসে ওপেনিং ডেতে মাত্র ৪ দশমিক ৫০ কোটি আয় করেছে। ‘ময়দান’-এর প্রিমিয়ার ছিল গত বুধবার। প্রিমিয়ারের দিন এই ছবির আয়ের অঙ্ক ২ দশমিক ৬ কোটি। তাই সব মিলিয়ে এই ছবি থেকে নির্মাতাদের ঝুলিতে এখন পর্যন্ত এসেছে ৭ দশমিক ১০ কোটি।

অজয় ও অক্ষয়—এই দুই সুপারস্টারের ঝড়েও ‘ক্রু’ কিন্তু থেমে যায়নি। টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত ছবিটি এখনো বক্স অফিসে টিকে আছে।

টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’
ফেসবুক থেকে

রাজেশ এ কৃষ্ণান পরিচালিত ছবিটি এখন পর্যন্ত ৬৪ দশমিক ৯৫ কোটি আয় করেছে। আর দুনিয়াজুড়ে ‘ক্রু’র ব্যবসা ১১২ দশমিক ৯৮ কোটির বেশি। মুক্তির ১৪ দিনের মাথায় ছবিটি ১ দশমিক ২০ কোটি আয় করেছে।