ডাহা ফেল মেরেছেন এই তারকারা

স্কুলের পরীক্ষায় ‌‘অকৃতকার্য’ হওয়াটা এর চেয়ে ঢের ভালো। কিন্তু পূর্ণ বয়সে বলিউডে অকৃতকার্য হলে মানসম্মান বাঁচানো দায়। সেটা কয়েকজন অভিনয়শিল্পীর ক্যারিয়ার গ্রাফ দেখলে বোঝা যায়। অবশ্য কষ্ট করে গ্রাফ দেখারও প্রয়োজন নেই, স্মৃতি হাতড়েই বের করা যায়। তাঁদের অনেকের নাম-চেহারা হয়তো বলিউডপ্রেমীরা ভুলেও যাচ্ছেন। ক্যারিয়ারের গ্রাফটা চূড়ান্ত চূড়ায় পৌঁছাতে পারেননি বলে তাঁরা আজকের ফেলটুস তারকা! দেখা যাক, কারা আছেন এই তালিকার শীর্ষে।

১ / ১৮
সফল ছবি ‘মোহাব্বাতে’ দিয়ে বলিউডে পা রাখলেও কপাল খোলেনি উদয় চোপড়ার। এখন কালেভদ্রে সহশিল্পী হিসেবে দেখা যায়
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১৮
‘গোলমাল’ সিরিজ সফল হলেও কপাল খোলেনি তুষার কাপুরের। ‘গোলমাল’ লেগে আছে ক্যারিয়ারে। এখন তো সে রকম দেখাও যায় না পর্দায়
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১৮
মা শর্মিলা ঠাকুর, ভাই সাইফ আলী খান। তাঁদের ছিটেফোঁটাও জুটল না সোহা আলী খানের। উৎসব–পার্বণে দেখা যায়, এটুকুই
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ১৮
শিল্পা শেঠির বোন হলে কী হবে, শমিতা শেঠির অবস্থা সহকর্মী উদয় চোপড়ার মতোই
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১৮
‘রাজ’ সিনেমায় ডিনো মরিয়া ও বিপাশা বসু। ‘রাজ’ ছবিটি সফল হলেও ভাগ্য খোলেনি ডিনো মরিয়ার। গত কয়েক বছরে দক্ষিণি সিনেমায় দেখা গেছে, তবু ডিনো রয়ে গেছে আড়ালেই
আইএমডিবি
৬ / ১৮
‘মোহাব্বাতে’ ছবির সাফল্য ছুঁতে পারেনি এর আরেক অভিনেত্রী কিম শর্মাকে
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১৮
‘ম্যায় হু না’-এর অভিনেতা জায়েদ খানও ফেলবাবু। খবরে নেই, কোথাও সেই অর্থে দেখা যায় না
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১৮
আয়েশা টাকিয়ার কথা মনে আছে তো? কখনো কখনো ঝলক দিয়ে উঠেছেন। কিন্তু তবু ক্যারিয়ারের গ্রাফ পাস নম্বরের ওপরে তুলতে পারলেন না
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১৮
‘ম্যায় হু না’র আরেক অভিনয়শিল্পী অমৃতা রাও বড় তারকাদের বিপরীতে অভিনয় করে ক্যারিয়ার শুরু করলেও পিছিয়ে পড়েছেন ক্যারিয়ার-যুদ্ধে
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১৮
আফতাব শিবদাসানি খুব অল্প বয়স থেকে বলিউডে নাম লিখিয়েছিলেন। নারী ভক্ত প্রচুর। কিন্তু আলো জ্বালাতে পারেননি
ছবি: ইনস্টাগ্রাম
১১ / ১৮
অসংখ্য তরুণের মনে নাড়া দিয়েছিলেন ‘আশিক বানায়া আপনে’ ছবির অভিনেত্রী তনুশ্রী দত্ত। কিন্তু বক্স অফিসে কাঁপন ধরাতে পারেননি পরে
১২ / ১৮
সমাজকর্মী হয়ে গেছেন সেলিনা জেটলি। ‘জানাশিন’ অভিনেত্রীর ক্যারিয়ারটা টেকেনি
ছবি: এএফপি
১৩ / ১৮
ভারতীয় অভিনেত্রী অমৃতা অরোরাও পাকিস্তানি সিনেমায়ও অভিনয় করেছেন। ২০০৭ সালের ‘গডফাদার: দ্য লিজেন্ড কন্টিনিউজ’ সিনেমায় তাকে দেখা যায়। অমৃত অরোরা মালাইকা অরোরার বোন। তবে মালাইকা অরোরার মতো খ্যাতি পেলেন না বোন অমৃতা অরোরা। হারিয়ে গেছেন বললে বাড়াবাড়ি হবে না
ছবি: ইনস্টাগ্রাম
১৪ / ১৮
‘হীরামন্ডি’তে ফারদিন খান। এ ছবিটি আলোচনায় এলেও বাবা ফিরোজ খানের বলিউড ক্যারিয়ার সাফল্যের হলেও নাম করতে পারলেন না ছেলে ফারদিন
ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৮
২০০২ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব জিতলেও বলিউড ক্যারিয়ারে ঝলক দেখাতে ব্যর্থ নেহা ধুপিয়া
ছবি: ইনস্টাগ্রাম
১৬ / ১৮
বিশ্বসুন্দরীর খেতাব পাওয়া ‘পিয়াসা’ ছবির অভিনেত্রী যুক্তামুখী। বলিউড-ভাগ্য তাঁকে সঙ্গ দিল না
ছবি: ইনস্টাগ্রাম
১৭ / ১৮
সালমান খানের হাত ধরে বলিউডে প্রবেশ, বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও এখন খুব একটা প্রচারের আলোতে নেই অভিনেত্রী জেরিন খান
ইনস্টাগ্রাম
১৮ / ১৮
প্রথম ছবি ‘লাকি’ দিয়ে সবার নজর কাড়লেও টেকেনি স্নেহা উল্লালের ক্যারিয়ার
ছবি: ইনস্টাগ্রাম