স্পাই ইউনিভার্সে এবার আলিয়া, গড়তে যাচ্ছেন নতুন রেকর্ড
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ছবিগুলো বক্স অফিসে সব সময় ঝড় তুলেছে। সালমান খান, শাহরুখ খান, হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনকে স্পাই ইউনিভার্সের ছবিতে দাপট দেখাতে দেখা গেছে। এবার এই স্পাই ইউনিভার্সে পা রাখতে চলেছেন আলিয়া ভাট।
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, আলিয়া ভাটের এবার যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবিতে অভিষেক হতে চলেছে। শাহরুখ খান, হৃতিক রোশন সালমান খানের মতো তাঁকেও সুপার এজেন্টের ভূমিকায় দেখা যাবে। যশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়ার টিম নারী গোয়েন্দাকে নিয়ে এক দুরন্ত ছবি আনার প্রস্তুতি নিচ্ছে।
এই নারী গোয়েন্দার চরিত্রে আলিয়া ভাটকে তারা নির্বাচন করেছে। জানা গেছে, আলিয়া এ ব্যাপারে দারুণ উচ্ছ্বসিত। এর আগে ‘রাজি’ ছবিতে এই বলিউড নায়িকা স্পাইয়ের চরিত্রে অভিনয় করেছেন।
কিন্তু নির্মাতাদের দাবি, আলিয়াকে এর আগে এমন ভূমিকায় দেখা যায়নি। আলিয়াই প্রথম অভিনেত্রী, যাঁকে স্পাই ইউনিভার্সের ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। এর আগে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফদের গুপ্তচরের ভূমিকায় দেখা গেলেও তাঁরা ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন না।
যশ রাজ ফিল্মসের এই ছবিতে আলিয়াকে চোখধাঁধানো অ্যাকশন করতে দেখা যাবে। জানা গেছে, আলিয়া অভিনীত চরিত্রটি নিয়ে আদিত্য চোপড়ার অনেক বড় পরিকল্পনা আছে। এই বলিউড নায়িকাকে তারা এমন রূপে আনতে চলেছে, যা দর্শককে অবাক করবে। এই ছবির শিরোনাম এখনো ঠিক হয়নি। আগামী বছর এই স্পাই ইউনিভার্সের নতুন ছবির শুটিং শুরু হবে। এখন তাদের প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার থ্রি’, ‘ওয়ার টু’, আর ‘টাইগার ভার্সেস পাঠান’-এর পর আলিয়ার এই ছবি স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি হতে চলেছে।
সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’ ছবিটি এ বছর দিওয়ালিতে মুক্তি পাবে। এদিকে হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদবানির ‘ওয়ার টু’ ছবির শুটিং নভেম্বরে শুরু হবে।
‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে সালমান আর শাহরুখ মুখোমুখি হবেন। ছবিটা আগামী বছর হয়তোবা মুক্তি পাবে। আগামী দুই বছরের মধ্যে যশ রাজের স্পাই ইউনিভার্সের চারটি ছবি মুক্তি পাবে। সিনেমাপ্রেমীরা এই সব ছবির জন্য অধীর অপেক্ষায় আছেন।
এদিকে আলিয়ার ক্যারিয়ারের প্রথম হলিউড প্রকল্প ‘হার্ট অব স্টোন’ খুব শিগগিরই মুক্তি পাবে। এই ছবিতে তাঁকে ধূসর চরিত্রে দেখা যাবে। চলতি মাসেই আসতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। করণ জোহর পরিচালিত এই ছবিতে তিনি রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন।