এক নতুন দুনিয়ায় মানুষি

মানুষি ছিল্লারইনস্টাগ্রাম থেকে

বরুণ তেজের সঙ্গে ‘অপারেশন ভ্যালেন্টাইন’ ছবিতে ভিন্ন রূপে দেখা যাবে মানুষি ছিল্লারকে। সম্প্রতি এই বলিউড অভিনেত্রী সিনেমাটিতে নিজের অভিনীত চরিত্র নিয়ে কথা বলেছেন।

আরও পড়ুন

‘অপারেশন ভ্যালেন্টাইন’ ছবির ট্রেলার ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ট্রেলারেই সবার মন জয় করেছেন মানুষি। ছবিটিতে তাঁকে এক ভারতীয় বিমানবাহিনীর রাডার কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি এক বিবৃতিতে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে মানুষি বলেছেন, ‘ছবির চরিত্রগুলোকে পর্দায় বাস্তবসম্মত করে তুলতে বিমানবাহিনীর কয়েকজন আমাদের সঙ্গে ছিলেন।

মানুষি ছিল্লার
ইনস্টাগ্রাম থেকে

তাঁরা অনেক সাহায্য করেছিলেন। যখনই কোনো প্রয়োজন হতো, আমাদের ভালোভাবে বুঝিয়ে দিতেন। আমি রাডার অফিসারের চরিত্রে অভিনয় করছি। তাই আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে এই কর্মকর্তারা কীভাবে কাজ করেন।’

নিজের অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত জানিয়ে মানুষি আরও বলেন, ‘এই ছবিতে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। একজন রাডার অফিসারের শরীরী ভাষা, আদবকেতা থেকে শুরু করে সবকিছু শিখেছি। বিমানবাহিনীতে আসলে কী হয়—দীর্ঘ এই ভ্রমণে তা শিখেছি। এমনকি কীভাবে বিমান ওড়াতে হয়, সেটাও শিখেছি।

মানুষি ছিল্লার। ইনস্টাগ্রাম থেকে

এটা আমার জন্য পুরোপুরি এক নতুন দুনিয়া ছিল। আর এই অভিজ্ঞতা দুর্দান্ত। আমার বাবা ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় কাজ করতেন। এসব বিষয়ে তাই আগে থেকে কিছুটা জানতাম। তবে এই ছবির মাধ্যমে গভীরে গিয়ে অনেক কিছু জেনেছি।’

‘অপারেশন ভ্যালেন্টাইন’ ছবিটি সত্য ঘটনার আধারে নির্মাণ করা হয়েছে। শক্তি প্রতাপ সিং হাড়ার এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে চলেছে। ছবিটি ১ মার্চ হিন্দি ও তেলেগুতে মুক্তি পাবে।