অডিশন দিয়েও সাবেক স্ত্রী কিরণের ছবি থেকে কেন বাদ পড়েছিলেন আমির

আমির খান। এএফপি

পরিচালক হিসেবে একটিমাত্র সিনেমাই বানিয়েছেন কিরণ রাও। ২০১১ সালে মুক্তি পাওয়া সেই সিনেমা ‘ধোবি ঘাট’ এতটাই প্রভাব বিস্তারকারী যে সমালোচকেরা এখনো পরিচালক কিরণকে মনে রেখেছেন।

আরও পড়ুন

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা ‘লাপাতা লেডিস’ নিয়ে আসছেন কিরণ। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কিরণ জানিয়েছেন, তাঁর সাবেক স্বামী আমির সিনেমাটির জন্য অডিশন দিয়েও বাদ পড়েছেন!

বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান। তাঁকে সিনেমায় নেওয়ার জন্য মুখিয়ে থাকেন অনেক প্রযোজক-পরিচালক।

কিরণ রাও ও আমির খান। এএনআই

সেই আমিরই কিনা অডিশন দিয়েছেন! এর চেয়েও চমকপ্রদ তথ্য, অডিশন দেওয়ার পরও বাদ পড়েছেন আমির।

এ প্রসঙ্গে এএনআইকে কিরণ রাও বলেন, ‘সিনেমাটিতে (‘লাপাতা লেডিস’) আমির অভিনয় করতে চেয়েছিল। এ জন্য সে অডিশনও দেয়। এ ছাড়া একই চরিত্রের জন্য রবি কিষাণও অডিশন দেয়। আমি যখন দুজনের অডিশন টেপ দেখলাম, তখন দেখি, রবি এই চরিত্রের জন্য অভিনয়ে আমিরকেও ছাপিয়ে গিয়েছেন।

‘লাপাতা লেডিস’ সিনেমার দৃশ্য। ছবি : ইনস্টাগ্রাম থেকে

আমিরের অডিশনও সত্যিই ভালো ছিল, তবে রবি কিষাণের সঙ্গে চরিত্রটি অনেক বেশি খাপ খেয়েছিল। উনি (রবি কিষাণ) এই চরিত্রের সঙ্গে বেশি মিশে যেতে পেরেছেন।’

সাক্ষাৎকারে কিরণ আরও জানান, ‘লাপাতা লেডিস’-এর মনোহর চরিত্রটিতে তাঁর চেয়ে রবি কিষাণ যে বেশি ভালো করেছেন, সেটা আমির নিজেও মেনে নিয়েছেন। কিরণ বলেন, ‘রবি এই চরিত্রে চমক নিয়ে এসেছেন। এ বিষয়ে আমিরও একমত। সে বুঝতে পেরেছে রবি ওই চরিত্রের জন্য তার থেকেও উপযুক্ত। আসলে আমির নিজেও ভাবে যে দর্শকেরা আসলে ওই চরিত্রের কাছ থেকে কী প্রত্যাশা করবে। আমির তাই নিজেই বলেছিল, এ চরিত্রটির সঠিক মূল্যায়ন সে করতে পারবে না।’

‘লাপাতা লেডিস’ সিনেমার ট্রেলার মুক্তির পর এর মধ্যেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।