কৃতিকার অন্য রকম অভিজ্ঞতা

কৃতিকা কামরাইনস্টাগ্রাম থেকে

এমন চরিত্রে আগে কখনো অভিনয় করেননি কৃতিকা কামরা। এই প্রথম তিনি অন্ধকার জগতের এক বাসিন্দা। ‘বোম্বাই মেরি জান’ ওয়েব সিরিজে এক গ্যাংস্টারের ভূমিকায় এই অভিনেত্রী। এ সিরিজ ঘিরে নিজের অনুভূতি জানিয়েছেন কৃতিকা। অ্যামাজন প্রাইম ভিডিওতে গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘বোম্বাই মেরি জান’।

আরও পড়ুন

এ সিরিজ নিয়ে কৃতিকা কামরা এক বিবৃতিতে বলেন, ‘“বোম্বাই মেরি জান”-এর অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। এটি এমন একটি শো, যা ভারতীয় কনটেন্টের ক্ষেত্রে সব সীমানা অতিক্রম করেছে। একজন অভিনেত্রী হিসেবে আমাকে নতুন চ্যালেঞ্জ নিতে উদ্বুদ্ধ করেছে। এর আগে এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। আর এ চরিত্রের মাধ্যমে আমি নিজের অভিনয় প্রতিভা নতুনভাবে অন্বেষণ করার সুযোগ পেয়েছি।’

তাঁর ভাষ্য, ‘কাস্টিং ডিরেক্টর আমাকে ফোন করে অডিশন নেওয়ার কথা বলেছিলেন। আমি সত্যিই একটু অবাক হয়েছিলাম। কারণ, আমাকে সাধারণত এ ধরনের চরিত্রের জন্য ভাবা হয় না। অডিশন দেওয়ার পর আমাকে নির্বাচন করা হয়েছে।

কৃতিকা কামরা। ইনস্টাগ্রাম থেকে

সবার শেষে আমি এ সিরিজের সঙ্গে যুক্ত হয়েছি। চরিত্রের মতো হয়ে উঠতে আমাকে আঞ্চলিক ভাষা আর শরীরী ভাষার (বডি ল্যাঙ্গুয়েজ) ওপর অনেক কাজ করতে হয়েছে।’

‘বোম্বাই মেরি জান’ সিরিজে কে কে মেনন, নিবেদিতা ভট্টাচার্যের মতো অভিনয়শিল্পীরা আছেন। এ দুই অভিনেতার প্রসঙ্গে কৃতিকা বলেছেন, ‘আমার এখনো বিশ্বাসই হচ্ছে না তাঁদের মতো অভিনেতাদের সঙ্গে আমি একই পর্দায় আছি। আমি এ দুই অভিনেতাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আর এ ক্ষেত্রে যেকোনো অভিনেতার তালিকায় কে কে মেননের নাম ঠিক থাকবে।’

কৃতিকা কামরা। ইনস্টাগ্রাম থেকে

তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে এ অভিনেত্রী আরও বলেন, ‘স্যার ও ম্যামকে (কে কে মেনন ও নিবেদিতা ভট্টাচার্য) সামনে থেকে অভিনয় করতে দেখা এক বড় প্রাপ্তি। তাঁদের সঙ্গে অভিনয় আর জীবন নিয়ে অনেক আলাপ-আলোচনা করেছি। আমি তাঁদের দুজনের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সত্যি বলতে সবকিছু এখনো আমার অবিশ্বাস্য লাগছে। আমি সত্যিই ভাগ্যবতী যে তাঁদের সঙ্গে একই পর্দায় আসার সুযোগ পেয়েছি।’

কৃতিকাকে এর আগে ‘ভিড়’, ‘মিত্রোঁ’র মতো ছবিতে দেখা গেছে। এ ছাড়া ‘তাণ্ডব’, ‘কৌন বনেগি শিখরওয়াতি’, ‘হাশ হাশ’ ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছেন।